২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হামজা চৌধুরী এখন বাংলাদেশের

হামজা দেওয়ান চৌধুরী - ফাইল ছবি

অবশেষে ফুরালো সব প্রতিবন্ধকতা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। হামজা চৌধুরী এখন বাংলাদেশের। লাল-সবুজের হয়ে তার খেলতে আর কোনো বাধা রইলো না। এখন কেবল এই ফুটবলারকে বরণ করে নেয়ার অপেক্ষা।

লেস্টার সিটির হামজা চৌধুরীকে পেতে বাংলাদেশ অনেক দিন ধরেই চেষ্টা করছে, ক্লাবের পর অনুমতি মিলেছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে। বাকি ছিল ফিফার ছাড়পত্র। সেটাও এবার পেয়ে গেলেন হামজা চৌধুরী।

হামজার বাংলাদেশী পাসপোর্ট মিলেছে অনেক আগেই। ছাড়পত্র মেলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং তার ক্লাব লিস্টার সিটি থেকেও। এরপর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র মিললেই শেষ হতো সব আনুষ্ঠানিকতা।

তবে হামজা আটকে যান সেখানেই। দীর্ঘ সময় ধরে হামজা-সংক্রান্ত কাগজপত্র ফিফার সাথে আদান-প্রদান করছে বাফুফে। কিন্তু সেখান থেকে সবুজ সংকেত মিলছিল না। বাড়তে থাকে অপেক্ষা। সেই সাথে দেখা দেয় শঙ্কা।

তবে অনেক অপেক্ষার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই প্রচেষ্টা আলোর মুখ দেখতে যাচ্ছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বাফুফে জানায়, ‘অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

একই ভিডিওতে হামজা বলেন, ‘হাই এভরিওয়ান। আমি হামজা, খুবই খুশি। সব বাধা কেটে গেছে। বাংলাদেশের হয়ে খেলতে তর সইছে না। আশা করি দ্রুতই সবার সাথে দেখা হবে। বিদায়।’


আরো সংবাদ



premium cement
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ অসম্ভব : পরিবেশ উপদেষ্টা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আধুনিকায়ন হচ্ছে সব জাদুঘর

সকল