বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে
- ক্রীড়া প্রতিবেদক
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০১
বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-২০ নারী সাফ দিয়ে শেষ করার পরিকল্পনা ছিল বাফুফের।
তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আসরের সাথে মিল রাখতে গিয়ে এখন অনূর্ধ্ব-২০ মহিলা সাফ ফেব্রুয়ারির বদলে জুলাইতে করবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ (সাফ) কর্তৃপক্ষ।
অবশ্য এরপরও ফেব্রয়ারিতেই অনূর্ধ্ব-২০ সাফ আয়োজন করতে চাইছে বাফুফে। ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টটি ঢাকায় আয়োজনের জন্য সাফকে চিঠি দিয়ে অনুরোধ করা হচ্ছে। যদি তাতেও সাফের সম্মতি না মেলে তাহলে নিজেরাই টুর্নামেন্ট করতে চায় বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, ‘আমরা সাফকে চিঠি দিচ্ছি ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টটি করার জন্য। যদি তারা রাজি না হয় তাহলে আমরাই অনূর্ধ্ব-২০ নারীদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট করার পরিকল্পনা নিয়েছি। টুর্নামেন্ট না হলে নারীদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচও আয়োজন করা যেতে পারে। এখন আমরা সাফের বার্তার অপেক্ষায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা