গারনাচোর হাতে উঠল ফিফার পুসকাস অ্যাওয়ার্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮
ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোর হাতে উঠল ফিফার পুসকাস অ্যাওয়ার্ড। গত বছর নভেম্বরে এভারটনের বিপক্ষে দারুণ এক গোলে ক্রিস্টিয়ানো রোনালদোকে মনে করিয়ে দিয়েছিলেন ফুটবলের এই উদীয়মান তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে করা রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেছিলেন। এভারটনের বিপক্ষে তাক লাগানো সেই গোলটিরই পুনরাবৃত্তি করেছেন গারনাচো।
এভারটনের বিপক্ষে গারনাচোর করা নজর কাড়া সেই বাইসাইকেল গোলটিই বছরের সেরা গোল নির্বাচিত হয়ে পেয়ে গেলেন ফিফার পুসকাস অ্যাওয়ার্ড। রোনালদো সেবার ওই গোলের জন্য পুসকাস পুরস্কারের জন্য মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেননি। গারনাচোর এই অনবদ্য প্রতিভা তাকে হতাশ করেনি।
গারনাচো দোহায় উপস্থিত থাকতে পারেননি। তবে পাঠিয়েছেন আবেগঘন এক ভিডিওবার্তা। ভিডিওতে তিনি বলেন, ‘আমি অনেক গর্বিত ও আনন্দিত। এটা আমার এবং আমার পরিবারের জন্য একটা অনেক গর্বের। আমাকে ভোট দেয়ায় সবার কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা