০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার লুকমান

আদেমোলা লুকমান - সংগৃহীত

চলতি বছরের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান। এছাড়া নারী বিভাগে সেরা হয়েছে জাম্বিয়ার বারব্রা বান্ডা।

সোমবার মরক্কোতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেয় আফ্রিকান ফুটবল কর্তৃপক্ষ।

সতীর্থ ভিক্টর ওশিমেনের কাছ থেকে লুকমান এবারের সেরার আসন ছিনিয়ে নিয়েছেন। ১৯৯৯ সালে নুয়ানকো কানুর পর প্রথম নাইজেরিয়ান হিসেবে গত বছর ওশিমেন সেরার মুকুট পেয়েছিলেন।

নাইজেরিয়া ও বর্তমানে সিরি-এ টেবিলের শীর্ষ দল আটালান্টার হয়ে ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার হিসেবে ২৭ বছর বয়সী লুকমান এবারের সেরার পুরস্কার জয় করেছেন।

তার ৩ গোলেই নাইজেরিয়া ২০২৪ আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে অবশ্য স্বাগতিক আইভরি কোস্টের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল নাইজেরিয়া।

ক্যামেরুনের বিপক্ষে শেষ ১৬-তে জয়ের ম্যাচে ২ গোল করেছিলেন লুকমান। কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্গোলার বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ের ম্যাচে একমাত্র গোলটিও ছিল তার।

আফ্রিকান নেশন্স কাপের কয়েক মাস পর লন্ডনে জন্মগ্রহণকারী এই এ্যাটাকার ডাবলিনে ইউরোপা লিগের ফাইনালে বায়ার লেভারকুসেনের বিপক্ষে আটালান্টার হয়ে ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।

সেরার ট্রফি হাতে নিয়ে লুকমান বলেন, ‘এটা সত্যিই অসাধারণ এক অনুভূতি। আফ্রিকার তরুণদের উদ্দেশে আমি বলতে চাই, কখনো ছেড়ে দেবে না। ব্যথাকে শক্তিতে পরিণত করো।’

আফ্রিকার জাতীয় দলগুলোর কোচ ও অধিনায়কের ভোটে বর্ষসেরা বেছে নেয়া হয়। প্রথাগতভাবে তিনজন মনোনীত খেলোয়াড়ের নাম ভোটের জন্য দেয়ার রীতি থাকলেও এবার দেয়া হয়েছিল পাঁচজনের নাম।

এই তালিকায় রানার্স-আপ হওয়া চারজন হলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস, মরক্কোর ফুল-ব্যাক আশরাফ হাকিমি, আইভরি কোস্টের উইঙ্গার সাইমন আডিনগ্রা ও গিনির ফরোয়ার্ড সেরহু গুইরাসি।

নারী বিভাগে সেরা হওয়া জাম্বিয়ান ফরোয়ার্ড বান্ডাকে যুক্তরাষ্ট্রের ক্লাব ওরলান্ডো প্রাইড ও জাতীয় দলের হয়ে বেশ কিছু গোল করার সুবাদে বেছে নিয়েছে সংশ্লিষ্টরা। ২০২৪ প্যারিস অলিম্পিকে জাম্বিয়ার হয়ে বান্ডা ৪ গোল করেন। এর মধ্যে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হারের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন।

নিয়মিত মৌসুমে তার দেয়া ১৩ গোল ও প্লে-অফে ৪ গোলে ওরলান্ডো প্রাইড প্রথমবারের মতো ন্যাশনাল উইমেন্স সকার লিগে জয়লাভ করে।

এই বিভাগে রানার্স-আপ হয়েছে মরক্কোর ফরোয়ার্ড সানা এমসুডি ও নাইজেরিয়ান গোলরক্ষক চিয়ামাকা এননাডোজি।

বর্ষসেরা পুরস্কার বিজয়ীর তালিকা

পুরুষ :
বর্ষসেরা খেলোয়াড় : আদেমোলা লুকমান (নাইজেরিয়া)
ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় : রনওয়েন উইলিয়ামস (মামেলোডি সানডাউন্স/দক্ষিণ আফ্রিকা)
বর্ষসেরা গোলরক্ষক : রনওয়েন উইলিয়াম (দক্ষিণ আফ্রিকা)
বর্ষসেরা তরুণ খেলোয়াড় : লামিন কামারা (সেনেগাল)
বর্ষসেরা কোচ : এমার্স ফাই (আইভরি কোস্ট)
বর্ষসেরা জাতীয় দল : আইভরি কোস্ট
বর্ষসেরা ক্লাব : আল আহলি (মিসর)
সেরা একাদশ : আন্দ্রে ওনানা, আশরাফ হাকিমি, কালিডু কোলিবালি, চানসেল এমবেমা, মোহাম্মদ কুদুস, সোফিয়ান আমরাবাত, ফ্র্যাংক কেসি, ইউভেস বিসৌমা, মোহাম্মদ সালাহ, ভিক্টও ওশিমেন, আদেমোলা লুকমান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বিপিএলে সিলেট পর্ব থেকে দর্শকদের খুশি করতে চায় বিসিবি ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা : প্রেস উইং যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলেছে বিদেশী কোচ, ফুটবলার বদল করবে ব্রাদার্স খালেদা জিয়া কী নির্দেশনা দিয়েছেন জানালেন মির্জা ফখরুল খালেদা জিয়ার সাথে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অডিটের খরচ তুলতে টাকা উত্তোলন, সাময়িক বরখাস্ত হিসাবরক্ষক ৯০ বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে হস্তান্তর করেছে ভারত চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের অভিযোগ ‘জনগণকে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা হবে’ ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সকল