১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিফার বর্ষ সেরার অ্যাওয়ার্ড ওঠছে কার হাতে

ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড - ছবি : সংগৃহীত

কাতারের দোহায় আজ রাতেই ফিফার বর্ষ সেরার অ্যাওয়ার্ড আয়োজন। জমকালো এই আয়োজনের ঘোষণায় জানা যাবে বর্ষসেরা ফুটবলারের নাম। সপ্তাহ কয়েক আগেই ফিফা প্রকাশ করেছিল সংক্ষিপ্ত তালিকায় ওঠে আসাদের নাম। বর্ষ সেরার ঘোষণার মধ্য দিয়ে ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ।

এই আয়োজনের পুরুষ বিভাগে ১১ জনের তালিকায় অনেকটা জায়গা দখল নিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। এছাড়া ম্যানচেস্টার সিটির রদ্রি ও আর্লিং হলান্ডও আছেন তালিকায়। তবে এই আসরের লড়াইয়ে অন্যদের পাশে নিজের নামটা উজ্জ্বল করে রেখেছেন আর্জেন্টাইন তারকা বিশ্বজয়ী লিওনেল মেসি। সদ্য জিতেছেন সাপোর্টার্স শিল্ড। এর সাথে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার শিরোপা আছে মেসির নামের পাশে।

বর্ষ সেরার তালিকায় আরো আছেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। বায়ার লেভারকুজেনের হয়ে জায়গা করে নিয়েছেন ফ্লোরিয়ান ভির্টজ। সময়ের সাথে পাল্লা দিয়ে তালিকায় ওঠে এসেছেন বার্সেলোনার উদীয়মান প্লে বয় লামিন ইয়ামাল।

ফুটবল দুনিয়া য় নিজেদের অবস্থান জানান দিতে সমানতালে লড়ে যাচ্ছেন কোচরাও। এবার বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি, ম্যানসিটির ট্রেবল জয়ী কোচ পেপ গার্দিওলা। এছাড়াও তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে ও লেভারকুসেনের জাবি আলোনসো।

পুরুষদের পাশাপাশি নারীদের তালিকায় ১৬ জনের মধ্যে এগিয়ে আছেন বার্সেলোনার আইতানা বোনামাতি। বারব্রারা বান্দা, ক্যারোলিন গ্রাহাম, কিয়েরা ওয়ালশ, খাদিজা শ, লরেন হেম্প, লিন্ডসে হোরান, লুসি ব্রোঞ্জ, ম্যালোরি সোয়ানসন, ম্যারিওনা কালদান্তে, নাওমি জিরমা, ওনা ব্যাটলে, সালমা প্যারালুয়েলো, সোফিয়া স্মিথ, তাবিতহা চাওয়িঙ্গা এবং ট্রিনিটি রোডম্যান। এই অনুষ্ঠানে বর্ষসেরা কোচ এবং সেরা গোলের জন্য প্রথমবার মার্তা অ্যাওয়ার্ড দেয়া হবে।

ফিফার সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত করা হয় এই বর্ষ সেরাদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ দর্শকদের ভোটে। তবে এর মধ্যে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদেরও ভোটের হার থাকে অর্ধেক।


আরো সংবাদ



premium cement
লোকসভায় ‘এক দেশ এক ভোট’ বিল পেশ করল বিজেপি সরকার ২৪-এর বিপ্লবের প্রতিটি উচ্চারণে অনিবার্য ছিলেন কাজী নজরুল : আব্দুল হাই শিকদার নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে, দিনক্ষণ জানাবে ইসি : প্রেস সচিব এনামুলের সেঞ্চুরি, মুশফিক-হৃদয়ের ফিফটি; কেমন করলেন শান্ত? আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান হত্যায় গ্রেফতার ৬ ঘিওরে ছাত্রদল নেতা লাভলুর হত্যাকারীদের বিচারের দাবি ইবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ ‘আওয়ামী লীগ লুটপাটের দল’ স্ত্রী-ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

সকল