১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মৌসুমে সেরার দৌড়ে বেনজেমার ভোট পাননি এমবাপ্পে

করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে - ছবি : সংগৃহীত

মৌসুমের সেরা ফরাসি ফুটবলারের দৌড়ে বেনজেমার ভোট পাননি এমবাপ্পে। এবার মৌসুম সেরা ফরাসি ফুটবলারের তালিকায় থেকেও বেশ কয়েকজন তারকা ফুটবলারের ভোট পাননি এমবাপ্পে। উল্লেখযোগ্যদের তালিকায় রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমাও ভোট দেননি এমবাপ্পেকে।

দেশসেরা ফুটবলার নির্বাচন করতে তিনজনকে ভোট দিতে পারেন সাবেক বিজয়ীরা। বেনজেমার পছন্দের তালিকায় এই তিনজনের মধ্যে জায়গা হয়নি এমবাপ্পের। অতীতে এই পুরস্কার জেতা ফুটবলারদের ভোটে প্রতি বছর দেশের সেরা ফুটবলার নির্বাচিত করে ফ্রান্স ফুটবল।

তবে ফুটবল তারকা করিম বেনজেমার পছন্দের তালিকায় না থাকলেও টানা দ্বিতীয়বারের মতো মৌসুমের সেরা ফরাসি ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রান্স ফুটবল গেল সপ্তাহে এই সম্মানে ভূষিত করেছে ফ্রান্সের উদীয়মান এই ফরোয়ার্ডকে ।

চলতি মৌসুমের সেরা ফুটবলার নির্বাচনে মাত্র পাঁচ ভোটের ব্যবধানে আর্সেনাল অধিনায়ক উইলিয়াম সালিবাকে হারিয়ে টানা দ্বিতীয়বার সেরা হয়েছেন এমবাপ্পে। দু’জনের মধ্যে উইলিয়াম সালিবা পেয়েছেন ৫১ ভোট আর এমবাপ্পে পেয়েছেন ৫৬ ভোট। চলতি মৌসুমসহ মোট চারবার দেশের সেরা ফুটবলার হলেন সম্প্রতি রিয়ালে যোগ দেয়া ফ্রান্সের এই ক্ষুদে তারকা। এর আগে ২০১৮ বিশ্বকাপ জয়ের পর সে বছর প্রথমবার ফ্রান্স-সেরা হন ২৫ বছর বয়সী ফুটবলের এই উদীয়মান তারকা। এরপর ২০১৯ ও ২০২৩ সালেও ফরাসি ফুটবলে মৌসুম সেরা হয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান কিলিয়ান এমবাপ্পে।

গত মৌসুমে পিএসজিতে খেলা এমবাপ্পের পরিবর্তে বেনজেমার প্রথম পছন্দ ছিলেন মাদ্রিদ সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা। এছাড়া পিএসজির প্রতিভাবান তরুণ ব্রাদলে বারকোলা ও ওয়ারেন জাইরে-এমেরিকে বাকি দু’ভোট দিয়েছেন তিনি। তাদের বাইরে বেনজেমার বর্তমান ক্লাব সতীর্থ এন’গলো কান্তেও এমবাপ্পেকে ভোট দেননি। আল-ইত্তিহাদের এই মিডফিল্ডার ভোট দিয়েছেন সালিবা, বার্সেলোনা ফুলব্যাক জুল কুন্দে ও কামাভিঙ্গাকে।

মৌসুম সেরা ফুটবলারের বিবেচনায় আতলেতিকো মাদ্রিদের তারকা অ্যান্তেনিও গ্রিজম্যানও এমবাপ্পেকে রেখেছিলেন একধাপ পেছনে। পছন্দের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমবাপ্পেকে ভোট দিয়েছেন তিনি। তার প্রথম ও তৃতীয় পছন্দ ছিলেন ফরাসি ক্লাব ব্রেস্তের আলেকজান্ডার লাকাসেত ও দেল কাস্তিয়ো।

সালিবার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ফরাসি ফুটবলে মৌসুম সেরার পছন্দে আর্সেনাল মিডফিল্ডারকেই ভোট দিয়েছেন এমবাপ্পে। নিজের ক্লাব সতীর্থ কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়া মেনির জন্য রেখেছিল অন্য দু’ভোট।

গত মৌসুমের সেরাদের তালিকায় এমবাপ্পে ও সালিবার পর ছিলেন এসি মিলান গোলরক্ষক মাইক মাইনিয়ঁ (২৪), কামাভিঙ্গা (১৭) ও চুয়ামেনি (১৬)। আর ১৫ পয়েন্ট নিয়ে ব্রেস্তের অ্যাটাকিং মিডফিল্ডার পিয়েরে লিস-মেলুর সাথে যৌথভাবে ষষ্ঠ স্থান অর্জন করেছেন গ্রিজম্যান।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
কিশোরগঞ্জে জেলা প্রশাসকের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, তোলপাড় ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে পার্লামেন্টে প্রিয়াঙ্কা, যা বলল বিজেপি ‘ইসরাইলি শাসকদের গ্রেফতার করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব’ মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির শ্রদ্ধা উইলিয়ামসনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড কোরবানীর ঈদকে সামনে রেখে ট্যানারির সমস্যা সমাধানের চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা ভাঙ্গায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু বাংলাদেশ নারী দলের গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৪৫ হাজার সন্ধ্যা ৬টা থেকে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ বিজয় দিবসের শোভাযাত্রায় যুবলীগের হামলা, আহত ৬

সকল