আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৮
নাটকীয় ও উত্তেজনাকর ম্যাচে আবাহনীকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল মোহামেডান।
শনিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে প্রতিদ্বন্দ্বীদের। অধিনায়ক সোলেমান দিয়াবাতে করেন মোহামেডানের জয়সূচক গোল।
এ জয়ে মোহামেডান তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে উঠে গেল সবার ওপরে। এ নিয়ে মোহামেডান প্রিমিয়ার লিগে টানা দু’ ম্যাচে হারাল আবাহনীকে। গত মৌসুমের দু’ ম্যাচের একটি ২-২ গোলে ড্র হয়েছিল, আরেকটিতে মোহামেডান জিতেছিল ২-১ গোলে।
দু’ ম্যাচ জয়ের পর প্রিমিয়ার লিগে প্রথম হার দেখল আবাহনী। এবার আকাশি-নীলরা খেলছে বিদেশী ছাড়া। তারপরও প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আবাহনী ভালোই লড়াই করেছিল। শেষদিকে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল আবাহনী। তবে সুযোগে পেয়েও সমতায় ফিরতে পারেনি।
প্রথমার্ধের ইনজুরি সময়ে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে হেডে এগিয়ে দেন মোহামেডানকে। বাম দিক থেকে মিনহাজ রাকিবের ক্রসে বক্সের ভেতরে দাঁড়িয়ে দুর্দান্ত হেডে আবাহনীর জাল কাঁপিয়ে দেন মোহামেডানের আক্রমণের প্রাণভোমরা দিয়াবাতে।
প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারানোর পরের ম্যাচেই মোহামেডান হারিয়েছে সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীকে। তিন রাউন্ডের মধ্যে দু’টি বড় জয়ে মোহামেডানকে প্রথম পর্বে শীর্ষে থাকার সুযোগ তৈরি করে দিয়েছে। বাকি ম্যাচগুলো হিসেবে করে খেলবে মোহামেডান সবার ওপরে থেকেই দ্বিতীয় পর্ব শুরু করতে পারবে।
সোলেমান দিয়াবাতে ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ পেয়েছিলেন। তবে সানডের বাড়ানো বল থেকে নেয়া তার শট ফিরে আসে পোস্টে লেগে। শেষ ১০ মিনিট মোহামেডানের সীমানায় দাপট দেখিয়েছে আবাহনী। ইনজুরি সময়ে আরমান ফয়সাল আকাশ বল মোহামেডানের জালে পাঠালেও আবাহনীর দু’ ফুটবলার অফসাইডে দাঁড়ানো থাকায় সুযোগ নষ্ট হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা