অন্য ক্লাবে যাচ্ছেন না কোচ গার্দিওলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২৪, ২২:১৭
জাতীয় দলের কোচিং করানোর বেশ কিছু প্রস্তাব থাকলেও অন্য ক্লাবে যাচ্ছেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ম্যানচেস্টারে দেয়া এক সাক্ষাতকারে গার্দিওলা বলেছেন, ‘এবার থামা উচিত। যথেষ্ট কাজ হয়েছে। আমি আর কোনো ক্লাবের দায়িত্ব নিচ্ছি না। ভবিষ্যতের কোনো বিষয়ে এখনই কথা বলতে চাই না। তবে ম্যানসিটি ছাড়ার পর অন্য কোনো দেশে বা ক্লাবে কাজ করবো না।’
গার্দিওলা বলেন, ‘আবারো দায়িত্ব, ট্রেনিং, একই কাজ আর নতুন করে শুরু করতে চাই না। সেই এনার্জিও নেই। তবে জাতীয় দলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসতে পারে। তা নিয়ে ভাবছি। আমি এখানেই থামতে চাই, গল্ফ খেলতে চাই। কিন্তু তা আর পারছি না।’
আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর আগ্রহ জানিয়ে ট্রেবলজয়ী এ কোচ বলেন, ‘এই বিষয়টা ভিন্ন। এখানে প্রতিদিন ট্রেনিং করাতে হয়না, খেলাও থাকে না সবসময়। বিশ্রামের সুযোগ আছে। আপাতত এ পরিকল্পনা নিয়ে ভাবছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা