১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুই ম্যাচ নিষিদ্ধ বার্সেলোনা কোচ ফ্লিক

হান্সি ফ্লিককে দু’ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ - ছবি : সংগৃহীত

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে দু’ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ।

বুধবার (১১ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগেই এ খবর পান তিনি।

এর আগে, রিয়াল বেটিসের সাথে গত সোমবার লিগ ম্যাচে ২-২ গোলে ড্র করে বার্সা। ওই ম্যাচেই রেফারির সাথে বাজে ব্যবহারের জন্য লাল কার্ড দেখানো হয় ফ্লিককে। যে কারণে লা লিগা কর্তৃপক্ষ তাকে দু’ ম্যাচের জন্য ‘টাচলাইন’ নিষেধাজ্ঞা দিয়েছে।

ফ্লিকের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনা আপিল করবে, সূত্রের মাধ্যমে এমনটা জানতে পেরেছে বলে নিজেদের প্রতিবেদনে লিখেছে ইএসপিএন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবশ্য হান্সি ফ্লিক বলেন, ‘তার ওই প্রতিক্রিয়া রেফারির উদ্দেশে ছিল না।’

সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগে এমনিতেও সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে তারা, বাকি চার ম্যাচে দু’টি করে হেরেছে ও ড্র করেছে।

তারপরও অবশ্য এখনো লিগ টেবিলে শীর্ষে আছে কাতালান ক্লাবটি। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।


আরো সংবাদ



premium cement