১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সালাহর গোলে জয় পেল লিভারপুল

মোহাম্মদ সালাহ - ছবি : সংগৃহীত

মোহাম্মদ সালাহর গোলে চ্যাম্পিয়ন্স লিগে জয় ধরে রেখেছে লিভারপুল। স্পেনে সালাহর ৬৩ মিনিটের সময় পেনাল্টিতে জিরোনার বিপক্ষে জয় নিশ্চিত করে লিভারপুল।

প্রিমিয়ার লিগের শীর্ষ দল হিসেবে ৬ ম্যাচ মিলে ষষ্ঠ জয়ের দেখা পেল সালাহর দল। দুর্দান্তভাবে মৌসুম শুরু করা লিভারপুলের জন্য শেষ ১৬’তে জায়গা করে নেয়া এখন সময়ের ব্যপার।

ম্যাচ শেষে স্লট বলেছেন, ‘সবগুলো ম্যাচের ফলাফলে আমি সত্যিই দারুন খুশি। তবে আজকে দলের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নই। আমরা খুব কম সময় খেলার নিয়ন্ত্রন ধরে রাখতে পেরেছি। তবুও দল নিয়ে ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’

গোলরক্ষক পাওলো গাজানিগাকে উল্টা দিকে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৫০তম গোল করেন সালাহ। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলের তালিকায় ১০ম স্থানে ফিলিপ ইনজাগিকের সাথে ওঠে এসেছে মিশরীয় এই ফরোয়ার্ড।

চলতি মৌসুম পরেই লিভারপুলের সাথে চুক্তি শেষ হচ্ছে সালাহর। মৌসুমের প্রথমার্ধে মাঠের রেসে টিকে থাকার দৌড়ে সালাহর দেয়া ১৬ গোল লিভারপুলের জন্য হয়ে থাকবে একটি মাইলফলক।

 

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement