০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

মায়োর্কাকে উড়িয়ে জয়ে ফিরল বার্সেলোনা

- ছবি : নয়া দিগন্ত

অবশেষে স্বস্তি ফিরলো বার্সেলোনা শিবিরে। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। রেয়াল মায়োর্কার বিপক্ষে অনেকগুলো সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল তারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে আপাতত লিগ টেবিলের শীর্ষে অবস্থান সংহত করল হান্সি ফ্লিকের দল।

মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কার মাঠে মায়োর্কার মুখোমুখি হয় বার্সেলোনা। যেখানে স্বাগতিকদে ৫-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। জোড়া গোল করেন রাফিনিয়া।

লিগে গত তিন ম্যাচে জয় পায়নি কাতালানরব। রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারের পর সেল্টা ভিগোর সাথে করে ২-২ ড্র। এরপর শেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা।

ফলে আত্মবিশ্বাস ফিরে পেতে বড় একটা জয় প্রয়োজন ছিলো বার্সেলোনার। ঠিক সেটাই আদায় করে নিল তারা। যদিও প্রথমার্ধে গোল হয় মাত্র একটিই, ম্যাচের ১২তম মিনিটে গোলের খাতা খোলেন ফেরান তোরেস।

এরপর অবশ্য প্রথম হাফ শেষ হওয়ার দুই মিনিট আগেই সমতায় ফেরে স্বাগতিকরা। মাফেয়োর পাস থেকে গোল করেন মুরিকি। যোগ করা সময়ে এগিয়ে যাবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে যেন ম্যাচে ফিরে বার্সা। ৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার ফ্রি-কিক ঝাঁপিয়ে গোলরক্ষক ব্যর্থ করে দিলেও বেশিক্ষণ আটকে রাখা যায়নি। তিন মিনিট পরই সফল স্পট-কিকে দলকে এগিয়ে দেন রাফিনিয়া।

৫৬ মিনিটে ইয়ামালকে বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকেই গোল করেন এই ব্রাজিলিয়ান। ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরো বাড়ান রাফিনিয়া। এই গোলে সহায়তা করেন ইয়ামাল।

এবারের লা লিগায় ১৬ ম্যাচে রাফিনিয়ার গোল হলো ১১টি। আর এই মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে রাফিনিয়ার গোল এখন ১৬টি।

৭৯ মিনিটে বার্সাকে চতুর্থ গোল এনে দেন ডি ইয়ং। বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর ছুটে গিয়ে জালে পাঠান ডাচ মিডফিল্ডার। আর ডি ইয়ংয়ের পাস থেকেই ৮৪তম মিনিটে পঞ্চম গোলটি করেন পাউ ভিক্টর।

১৬ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের থেকে ২ ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আথলেটিকো।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল