০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নাহিদা, উন্নতি ফারজানা-নিগার ও শারমিনের

নাহিদা আকতার - সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাংকিংয়ে নারীদের ক্যাটাগরিতে উন্নতি হয়েছেন বাংলাদেশের নাহিদা আকতার, ফারজানা হক, অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আকতারের।

মঙ্গলবার নারীদের ওয়ানডে র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচে বল হাতে ৬ উইকেট নেন স্পিনার নাহিদা। দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পা দিয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে ৬১১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের সপ্তমস্থানে উঠেছেন নাহিদা।

বোলিং র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন অফ স্পিনার সুলতানা খাতুন। ২৩ ধাপ এগিয়ে ৩১তমস্থানে উঠেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৭ উইকেট নিয়েছেন সুলতানা।

এছাড়া আইরিশদের বিপক্ষে সিরিজে এক উইকেট নিয়েও উন্নতি করেছেন লেগ স্পিনার রাবেয়া খাতুন। ৬ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠেছেন তিনি।

আরো উন্নতি হয়েছে ফাহিমা খাতুন, মারুফা আকতারের। ৩টি করে উইকেট নিয়ে ফাহিমা ১০ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে এবং ২ উইকেট নিয়ে মারুফা ১৩ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠেছেন।

নারীদের ওয়ানডেতে বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফারজানা। তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৬১, ৫০ ও ৬১। ১৭২ রান করে সিরিজ সেরা হয়ে ৬ ধাপ এগিয়ে ১৬তমস্থানে উঠেছেন এই ডান-হাতি ওপেনার।

ফারজানার মতো ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন শারমিনও। প্রায় ১৬ মাস পর ওয়ানডেতে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ২১১ রান করেন তিনি। ৪৩তম স্থানে থেকেই র‌্যাংকিং তালিকায় ফিরেছেন শারমিন।

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচে ৮৬ রান করায় ১১ ধাপ উন্নতি হয়েছে নিগারের। ২৮তম স্থানে আছেন তিনি।
ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের ন্যাট চিভার-ব্রান্ট।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ। এই বিভাগে বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নাহিদা। এক ধাপ এগিয়ে ৪৮তমস্থানে আছেন তিনি।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল