শীর্ষস্থান দখলের পথে রিয়াল মাদ্রিদ
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:১২
বার্সেলোনাকে হটিয়ে শীর্ষস্থান দখলের পথে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে গেতাফের বিপক্ষে জয়ে আরো একধাপ এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল। এক ম্যাচ কম খেলে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে লস ব্লাঙ্কোজরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লা লিগায় মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও গেতাফে। যেখানে কিলিয়ান এমবাপ্পে ও
জুড বেলিংহামের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকেরা।
এই জয়ের পর ১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দু’য়ে রিয়াল মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে ১৫ ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ। আর সমান ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না স্বাগতিকেরা। শেষ দিকে এসে বারবার খেই হারিয়ে ফেলছিল তারা। ফলে বাড়ছিল গোলের জন্য অপেক্ষা।
সেই অপেক্ষা শেষ হয় ৩০ মিনিটে, বক্সে আন্টোনিও রুডিগার ফাউলের শিকার হলে। পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। তবে এদিন আর এমবাপ্পে শট নিতে আসেননি, সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন জুড বেলিংহাম।
অবশ্য এমবাপ্পের গোল পেতেও সময় লাগেনি। ৮ মিনিট পর অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বেলিংহ্যামের থ্রু পাস ধরে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা। যা লিগে তার অষ্টম গোল।
বিরতির পর ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়েও আর গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। ৭২তম মিনিটে ফেদে ভালভের্দের দূর থেকে নেয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ২ মিনিট পর সুযোগ নষ্ট করেন এমবাপ্পে।
৭৭তম মিনিটে অসাধারণ এক রক্ষা করেন গেতাফে গোলরক্ষক। বক্সের মধ্যে থেকে এমবাপ্পের বুলেট গতির শট দারুণ ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে আটকান তিনি। যোগ করা সময়ে আবারো ভীতি ছড়ান এমবাপ্পে, এবার তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা