০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জ্যামাইকা টেস্টে দ্বিতীয় দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

জ্যামাইকা টেস্টে দ্বিতীয় দিনেই ব্যাকফুটে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। হতশ্রী ব্যাটিংয়ের পর বোলিংয়েও সুবিধা করতে পারেনি মিরাজ বাহিনী। যদিও এখনো ধরে রেখেছে ৯৪ রানের লিড, তবে ৯ উইকেট হাতে নিয়ে স্বাগতিকরা আছে স্বস্তিতেই।

রোববার জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ১ উইকেটে ৭০ রান তুলে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

২ উইকেটে ৬৯ রান নিয়ে জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিং ধসের মুখে বাংলাদেশ। শামার জোসেফের তোপে তিন অংকের ঘরে পৌঁছার আগেই বেড়িয়ে আসে ইনিংসের লেজ। হারিয়ে ফেলে ৬ উইকেট।

প্রথম ৮ ওভার দেখেশুনেই কাটিয়ে দেয়। তবে দলের রান যখন ৮৩, তখন ভাঙে জুটি। শাহাদাত দিপুকে ফিরিয়ে দিনের প্রথম উইকেট এনে দেন জোসেফ। ৮৯ বলে ২২ করে আউট হোন দিপু। এরপর হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ।

পরের ১৫ রান তুলতে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৪০তম ওভারে লিটন দাসকে ফিরিয়ে বড় ধাক্কা দেন সিলস। ৬ বলে ১ রানে ফেরেন তিনি। সমান ১ রান করে জাকের আলিও। তাকে ফেরান জোসেফ।

তবে জোসেফ সবচেয়ে বড় আঘাত আনেন সাদমান ইসলামকে ফিরিয়ে। ১৩৭ বলে ৬৪ রানে থামেন এই ব্যাটার। থিতু হয়ে যাওয়া সাদমান ফেরায় বাংলাদেশ পথ হারায়। ৯৮ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

সপ্তম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়েন মেহেদী মিরাজ। তবে তা বড় হয়নি। ৪১ রানের জুটি ভাঙে তাইজুল ১৬ রানে ফিরলে। এরপর তাসকিনও (৮) ফেরেন মিরাজকে রেখেই।

নবম ব্যাটার হিসেবে মিরাজ আউট হোন ৭৫ বলে ৩৬ করে সিলসের শিকার হয়ে। তবে ততক্ষণে দেড় শ' পেরিয়েছে বাংলাদেশ। সিলস ৪ ও শামার জোসেফ নেন ৩ উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার ব্র্যাথওয়েট ও লুইস। ১০ ওভার খেলার পরই দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়।
তৃতীয় সেশনে নাহিদ রানার গতির সামনে বেকায়দায় পড়ে তারা।

কিংস্টনে রানার বলের গতি নিয়মিত ছিল ১৫০ কিলোমিটারের আশেপাশে। তার পাশাপাশি তার লাইন ও লেন্থ বেশ দারুণ ছিল। যার সুবিধা কাজে লাগিয়ে দলীয় ২৫ রানে লুইসকে (১২) তুলে নেন টাইগার এই পেসার।

এরপর ব্যাটিংয়ে নামেন কেসি কার্টি। দিন শেষে ব্র্যাথওয়েটকে নিয়ে ৪৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তিনি। যেখানে কার্টি ১৯ এবং ব্র্যাথওয়েট ৩৩ রানে অপরাজিত আছেন।

 


আরো সংবাদ



premium cement