০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফের বার্সার হোঁচট, লাস পালমাসের ইতিহাস

ফের বার্সার হোঁচট, লাস পালমাসের ইতিহাস - ছবি : সংগৃহীত

আবারো হোঁচট খেলো বার্সেলোনা। এবার লাস পালমাসের কাছে পড়েছে ধরা। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল সাবেক চ্যাম্পিয়নরা। তবে তারা এখনো ধরে রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

অলিম্পিক স্টেডিয়ামে শনিবার লা লিগার ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও লাস পালমাস। এতে ১-২ গোলে হেরেছে স্বাগতিকেরা। ১৯৭১ সালের পর পালমাসের বিপক্ষে ঘরের মাঠে এটিই বার্সার প্রথম হার।

শুক্রবার ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বার্সেলোনা। ঘরের মাঠে দর্শকদের মাঝে ছিল তাই উৎসবের আবহ। ম্যাচ শেষে যা পরিণত হয় বিষাদে। ৭০ ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ২৭টি শট নিয়েও জিততে পারেনি তারা।

ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যাবার দারুণ সুযোগ এসেছিল বার্সার সামনে। তবে অল্পের জন্য গোলবঞ্চিত হন ফেরমিন লোপেজ। ১১ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করে লাস পালমাস। বক্সের ভেতর চেপে ধরেও গোল করতে পারেনি তারা।

এর মাঝেই ২২তম মিনিটে বড় এক ধাক্কা খায় বার্সেলোনা। প্রতিপক্ষের দু'খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পান আলেহান্দ্রো বাল্দে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

৪৪তম মিনিটে ভালো সুযোগ পায় বার্সেলোনা। তবে বক্সের বাইরে থেকে পেদ্রির নিচু শট ঝাঁপিয়ে ঠেকান সিলেসেন। ফিরতি বল পেয়ে রাফিনিয়া জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

যোগ করা সময়েও হতাশ হতে হয় রাফিনিয়াকে। এবার তার শট ফেরে ক্রসবারে লেগে। তাতে গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খুঁজে তোরের জায়গায় ইয়ামালকে নামান বার্সেলোনা কোচ।

কিন্তু উল্টো গোল হজম করে বসে স্বাগতিকেরা। ৪৯তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে বার্সেলোনাকে স্তব্ধ করে এগিয়ে যায় পালমাস। গোল করেন বার্সারই সাবেক ফুটবলার সান্দ্রো রামিরেজ।

গোল খেয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। একের পর এক আক্রমণে লাস পালমাসের রক্ষণকে ব্যস্ত করে তুলে তারা। ম্যাচের ৫৮ মিনিটে অল্পের জন্য গোল পাননি ইয়ামাল। তবে ৬১ মিনিটে ভুল করেননি রাফিনিয়া।

পেদ্রির পাস বক্সের বাইরে পেয়ে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের দু'খেলোয়াড়ের মাঝ দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে এই নিয়ে ১৪ গোল করলেন তিনি।

৬৬তম মিনিটে এগিয়েও যেতে পারত বার্সেলোনা। তরেসের শট দারুণভাবে ফিরিয়ে দেন সিলেসেন। উল্টা পরের মিনিটে আবার গোল খেয়ে বসে তারা। হ্যাভিয়ের মুনোজের অসাধারণ এক পাসে লক্ষ্যভেদ করেন ফাবিও সিলভা।

দ্বিতীয়বারের মতো পিছিয়ে পড়ে গোলের জন্য পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়ে বার্সা। সময়ের সাথে সাথে পালমাসের ওপর আরও চাপ বাড়ায় তারা। কিন্তু গোল করার আসল কাজটিই করতে পারেনি। একের পর এক চেষ্টা ব্যর্থ হয় তাদের।

শেষ পর্যন্ত বার্সা আর জালের দেখা না পেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় লেভানডফস্কিদের। স্মরণীয় জয়ের আনন্দে মেতে ওঠে পালমাস।

এ জয়ে ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বর উঠে এসেছে পালমাস। ৩৪ পয়েন্ট শীর্ষে বার্সা। তাদের চেয়ে দু'ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।


আরো সংবাদ



premium cement