২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ

এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ - ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদকে আটকে দিলো লিভারপুল। এনফিল্ডে গড়ল বিরল কীর্তি, প্রায় ১৬ বছর পর লস ব্লাঙ্কোজদের বিপক্ষে জয়ের দেখা পেল তারা। তাতে এবারের চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল।

ঘরের মাঠ এনফিল্ডে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় স্বাগতিকেরা। তাতে ২০০৯ সালের পর প্রথমবার রিয়ালকে হারানোর স্বাদ পেল অলরেডরা।

দুই পরাক্রমশালী দলের মাঝে লড়াই, বর্তমান ও সাবেক দুই চ্যাম্পিয়নের মাঝে লড়াই; উত্তেজনাপূর্ন কিছুই আশা করেছিলো সমর্থকেরা। তবে একটু বেশিই দাপট ছিলো লিভারপুলের। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের জন্য নেয় ১৭টি শট।

আসরে পাঁচ ম্যাচের সবগুলোই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযানে পাঁচ ম্যাচের তিনটিতেই হারলো রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে নেমে গেল কার্লো আনচেলত্তির দল।

শুরু থেকেই দাপট ধরে রাখার চেষ্টা করে লিভারপুল।চতুর্থ মিনিটে এগিয়েও যেতে পারত তারা। তবে বক্সে ঢুকে নুনেসের নেওয়া শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। ২৩তম মিনিটে নুনেসকে আরো একবার হতাশ করেন কোর্তোয়া।।

প্রথমার্ধে তুলনামূলক লিভারপুল ভালো বেশকিছু সুযোগ পেলেও রিয়াল মাদ্রিদও জাগিয়েছে সম্ভাবনা। সব মিলিয়ে খানিকটা লড়াই হয়। তবে বিরতির পর দাপট বিস্তার করে স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আরেকবার লিভারপুলকে কোর্তোয়া হতাশ করলেও পরের মিনিটে স্বাগতিকদের আর রুখতে পারেননি। এনফিল্ডকে উল্লাসে ভাসান মাক আলিস্তের। ব্র্যাডলির ফিরতি পাস থেকে ঠিকানা খুঁজে নেন এই আর্জেন্টাইন।

৫৯ মিনিটে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। তবে হতাশ করেন এমবাপ্পে। পেনাল্টি মিস করেন তিনি।
লুকাস ভাসকেস বক্সে ফাউলর শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এমবাপ্পের দুর্বল শট রুখে দেন কুইভিন কেলেহার।

১০ মিনিট পর লিভারপুলকেও একই স্বাদ দেন মোহাম্মদ সালাহ। ৬৯তম মিনিটে সালাহ নিজেই রিয়ালের বক্সে ফাউল হলে নিজেই নিতে আসেন স্পট কিক। কিন্তু বল জালেত বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান তিনি।

তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৬তম মিনিটে ব্যবধান বাড়ান হাকপো। রবার্টসনের ক্রসে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন এই ডাচ ফরোয়ার্ড। যা লিভারপুলকে অনেকটাই এগিয়ে দেয় জয়ের পথে।


আরো সংবাদ



premium cement
জোগাড় হলো না বাজারের টাকা, লাশ হয়ে ফিরলেন তুহিন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু ব্যাটে-বলে ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব ভারতে নারী সামরিক অফিসারদের নিয়ে নেতিবাচক রিপোর্ট ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না।

সকল