২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেসিদের দায়িত্ব ছাড়লেন টাটা মার্টিনো

মেসির সাথে মার্টিনোর সম্পর্ক পুরনো - ছবি - ইন্টারনেট

হঠাৎ মেসিদের দায়িত্ব ছাড়লেন টাটা মার্টিনো। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ইন্টার মায়ামি কোচ। ফলে নতুন মৌসুমে নতুন কোচের অধীনে খেলতে হবে মেসি-সুয়ারেজদের।

ইএসপিএনের সূত্র অনুসারে, চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন টাটা মার্টিনো। জানা গেছে, আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার বিদায় ঘোষণা করবেন।

বিদায় ঘোষণা দিয়ে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস ও ফুটবল অপারেশনের সভাপতি রাউল সানলেহিকে সাথে নিয়ে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন টাটা মার্টিনো।

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেয়ার পর দলের সাথে সময় ভালোই কাটিয়েছিলেন মার্টিনো। লিওনেল মেসি, সের্হিও বুসকেটস এবং জর্দি আলবার মতো পুরনো শিষ্যদের নিয়ে এসেছিলেন তার ছায়াতলে।

তার অধীনে ইন্টার মায়ামি ২০২৩ লিগে কাপ জিতে। এছাড়াও চলতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টারস শিল্ড জেতে ক্লাবটি। জায়গা করে নেয় ২০২৫ ক্লাব বিশ্বকাপেও।

যদিও শেষটা ভালো হয়নি তার। মেজর লিগ সকারের প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি। এরপরই মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মার্টিনো।

মেসির সাথে মার্টিনোর সম্পর্ক পুরনো। বার্সেলোনায় ২০১৩-১৪ সালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪-১৬ সালে মেসির গুরু ছিলেন তিনি।

তাছাড়া সর্বশেষ ২০১৯-২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্টিনো। ইন্টার মায়ামির আগে আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।


আরো সংবাদ



premium cement