১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খেলোয়াড় বদলটা ভালো হয়েছে : কাবরেরা

কোচ হাভিয়ার কাবরেরার - ছবি : সংগৃহীত

তাহলে কি বাংলাদেশ দলের সাথে চুক্তি নবায়ন হতে পারে কোচ হাভিয়ার কাবরেরার? আগামী ডিসেম্বরে এই স্প্যানিশ কোচের সাথে বাফুফের চুক্তি শেষ হতে যাচ্ছে। ১৩ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে হারের পর নড়বড়ে হয়ে গিয়েছিল তার চাকরি। তবে গতকালের জয় আবারো তার অবস্থান পোক্ত করেছে। অবশ্য, চুক্তি নিয়ে বাফুফের সাথে পরে বসবেন বলেও জানান তিনি।

ম্যাচোত্তর সংবাদ সম্মেলনে বেশ উৎফুল্ল ছিলেন কাবরেরা। কারণ, তার দল জিতেছে। তিনি বলেন, এই ম্যাচে আমার খেলোয়াড় বদলের সিদ্ধান্তটা দারুণ কাজ দিয়েছে। তারা মাঠে নামার পর খেলার ধারায় পরিবর্তন এসেছে। যে কারণেই জয় পেলাম।

এ সময় তিনি যোগ করেন, আগের ম্যাচের মতোই খেলেছি এই ম্যাচে। পার্থক্য শুধু এই খেলায় আমরা গোল পেয়েছি। গত ম্যাচে পাইনি। এই জয়ের পর আমি বেশ স্বস্তিতে। তবে র‌্যাংকিংয়ের সুবিধা নিয়ে এশিয়ান কাপের ড্রতে পট থ্রিতে থাকা হচ্ছে না বলে জানান তিনি।

এ বছর আট ম্যাচে দু’টিতে জয় পেয়েছে বাংলাদেশ। কোচের মতে, আমাদের আরো একটি ম্যাচ জেতা উচিত ছিল।

অন্যদিকে হারের পর মালদ্বীপের কোচ আলী সুজান জানান, বাংলাদেশ এই ম্যাচে ভালো খেলেছে।


আরো সংবাদ



premium cement