১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

প্রথমে গোল হজম করলেও ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

দারুণ খেলেও প্রথম ম্যাচটা নিজেদের করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই হজম করা গোলের বদলা নিতে পারেনি টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে একই ভুল করেনি, প্রথমে গোল হজম করলেও ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয় ও শেষটিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে স্বাগতিকেরা। তাতে সিরিজে ফিরেছে ১-১ সমতা।

এই ম্যাচেও যেন আগের ম্যাচের যেন পুনরাবৃত্তি ঘটে। ম্যাচের ২৩তম মিনিটেই নিজেদের ভুলে গোল হজম করে বসে স্বাগতিকরা। ভুল পাসে তপু বল তুলে দেন মাহাদির পায়ে। তার থ্রু পাস ধরে সাদউদ্দিন ও তপুর মাঝের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন ফাসির।

তাতে সমর্থকদের মনে বাসা বাঁধে শঙ্কা, আগের ম্যাচের স্মৃতি যেন ঘুরপাক খাচ্ছিলো মনে। এর মাঝে ৪০তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ফেরান গোলরক্ষক। ফিরতি বলে ফাঁকায় পেলেও শেখ মোরসালিন সুবিধা করতে পারেননি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তিন মিনিট পর সমতায় ফেরে বাংলাদেশ। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে শট নেন মজিবুর রহমান জনি। ঝাঁপিয়ে পড়েও গোলরক্ষক রক্ষা করতে পারেননি মালদ্বীপকে।

সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে শট নেন রাকিব। তবে লাফিয়ে আঙুলের টোকায় ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন গোলরক্ষক।

৮৪তম মিনিটে গোলের সবর্ণ সুযোগ নষ্ট করেন পিয়াস। ইমনের দূরপাল্লার শট গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে যায়, কিন্তু সামনে থাকা পিয়াসের শট অভাবনীয়ভাবে পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। হতাশ হয় বাংলাদেশ।

একটা সময় যখন মনে হচ্ছিল হয়তো সান্ত্বনার ড্র নিয়েই ম্যাচ শেষ করছে বাংলাদেশ, তখনই আসে মাহেন্দ্রক্ষণ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইমনের ক্রসে গোলমুখ থেকে প্লেসিং শটে জয়সূচক গোলটি করেন বদলি নামা পাপন।

তাতে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর বিপদ না হলে জয় নিয়েই ম্যাচ শেষ করে তপু বর্মণের দল। সেই সাথে জয় দিয়েই শেষ হলো বাংলাদেশের ফুটবল বছর।


আরো সংবাদ



premium cement