১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে! - ছবি : সংগৃহীত

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই খেলছেন। কিন্তু তিনি একেবারেই ফর্মে নেই। দিনের আলোর মতোই তা স্পষ্ট। এমনকি ফ্রান্স উয়েফা নেশনস লিগে কোচ দিদিয়ের দেশঁ ২৩ জনের দলে অধিনায়ক এমবাপ্পের নামই রাখেননি! এমবাপ্পেহীন ফ্রান্স ইসরাইলের বিরুদ্ধে। গোলশূন্য ড্র করে মাথা নিচু করে মাঠ ছেড়েছে!

এমবাপ্পেকে কেন নেয়া হয়নি দলে, তার কারণ সাংবাদিকদের এখনো স্পষ্ট করে বোঝাতে পারেননি ফ্রান্স কোচ। তিনি অবশ্য নিজের অবস্থান ভালোভাবে পরিষ্কারও করেননি। আর এই কারণেই ফরাসি কোচকে বারবারই এমবাপ্পেকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ম্যাচের আগে দেশঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে এমবাপ্পে স্কোয়াডে কেন নেই। খেলার পরও ছিল এই প্রশ্ন! দেশঁ সাংবাদিকদের জানান যে এমবাপ্পে শারিরীক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। যে কারণেই তিনি নাকি ভালো খেলতে পারছেন না।

দেশঁ ব্রডকাস্টার টিএফওয়ানকে বলেন, 'এই কথা সত্যিই যে এমবাপ্পে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সে এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা তার কেরিয়ারের জন্য সুখকর নয়। ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নে এমবাপ্পেকে একা থাকতে দেয়ার কথা বলেছিলেন দেশঁ। কিন্তু কেন এমন কথা বলেছিলেন তা অবশ্য তিনি ব্যাখ্যা করেননি। এবার যেন কিছুটা ইঙ্গিত দিলেন তিনি। দেশঁ যোগ করেন, 'এমবাপ্পে খেলতে চেয়েছিল যদিও। আমি মনে করি, এই মুহূর্তে ওর জন্য দলে না থাকা ভালো। জীবনে প্রত্যেককেই এক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এখানে শারীরিক ও মানসিক বিষয়ও আছে।

গত অক্টোবরের মাঝামাঝিতে সুইডেনে এক ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে বিশ্বকাপ জয়ী সুপারস্টার এমবাপ্পের। স্টকহোমের সেই ঘটনা আসলেই ঘটেছে কিনা, তার সত্যতা বিচারের জন্য তদন্ত শুরুর কথাও জানিয়েছে দেশের গণমাধ্যম। তবে ওই ঘটনায় এমবাপ্পে জড়িত নয় বলে জানিয়েছে তার প্রতিনিধিরা। এই ঘটনায় নিজের ক্লাব রিয়ালকেও পাশে পেয়েছেন এমবাপ্পে। ইসরাইলের বিরুদ্ধে না জিতলেও খুব একটা ক্ষতি হয়নি ফ্রান্সের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট চলেই এসেছে ফরাসিদের। তবে ম্যাচটা ড্র করা উচিত হয়নি বলেই মনে করেন দেশঁ।


আরো সংবাদ



premium cement
হোসেনপুরে নাব্যতা সঙ্কটে ব্রহ্মপুত্র নদের বুকে ফসলের আবাদ ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, অভিযোগে তদন্ত কমিটি নামছে তাপমাত্রার পারদ, কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চল রাঙামাটিতে আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই আজ ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট ‘এমন কাজ করবো, একদিন গর্ব করবে’ : বাবাকে শহীদ জাবের অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম আজিমপুরে ডাকাতির সময় অপহরণ করা শিশু উদ্ধার 'ইসরাইলের কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না'

সকল