ছুটছেন রোনালদো, উড়ছে পর্তুগাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৬, আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৭
প্রায় চল্লিশ ছুঁই ছুঁই বয়সেও অপ্রতিরোধ্য রোনালদো। ছুটছেন এখনো নিজের মতো। জাতীয় দলের জার্সিতে জোড়া গোল করে যেন জানালেন সহসাই থামছেন না তিনি। তার জ্বলে উঠার দিনে নেশন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল।
পোর্তোয় শুক্রবার রাতে নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। যেখানে ৫-১ গোলে জয় পেয়েছে রবার্তো মার্তিনেসের দল। সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে তারা।
আগের ম্যাচে গোল না পেলেও এই ম্যাচে জোড়া গোলের দেখা পান রোনালদো। প্রথমে সফল স্পট কিকের পর শেষ দিকে দর্শনীয় বাইসাইকেলে গোল করেন আরও একটা। এই নিয়ে এবারের নেশন্স লিগে পাঁচ ম্যাচে পাঁচবার জালের দেখা পেলেন তিনি।
ম্যাচের দুই অর্ধে এদিন ভিন্ন দুই রুপ ছিল রোনালদোদের। প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। তবে বিরতির পর শানায় নিখুঁত সব আক্রমণ। দলটির পাঁচ গোলের সব কটিই দ্বিতীয়ার্ধেই। ৫৯ মিনিটে আসে প্রথম গোল।
গোল আসতে পারতো বিরতির আগ মুহূর্তে। তখন লেয়াওয়ের ক্রস বক্সে পেয়েও ভলি লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। প্রতিপক্ষের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি অভিযোগে রোনালদো পেনাল্টির দাবি জানালে অবশ্য রেফারির সাড়া মেলেনি।
উল্টো উত্তেজিত প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড দেখেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা। তা যেন পর্তুগিজ সুপারস্টারকে আরও তাতিয়ে দেয়৷ যদিও প্রথম গোল আসে লেয়াওয়ের পা থেকে, নুনু মেন্দিসের ক্রস থেকে।
রোনালদো জালের দেখা পান ৭০ মিনিটে। পোলিশদের বক্সে তাদের ডিফেন্ডার ইয়াকুব কিভিওরের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। সফল স্পট কিকে দলকে জয়ের পথে এগিয়ে নেন সিআর সেভেন। দ্বিতীয় গোল পায় পর্তুগাল।
তৃতীয় গোলের জন্য অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি সাবেক ইউরো চ্যাম্পিয়নদের। ৮০তম মিনিটে দূর থেকে বুলেট গতির শটে স্কোরলাইনে নাম লেখান ব্রুনো ফের্নান্দেস। আর তিন মিনিট পর রোনালদোর পাস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন পেদ্রো নেতো।
তবে ম্যাচের স্মরণীয় মুহূর্তটি এসেছে এর পরে। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতেই নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ভিতিনিয়ার ক্রস দূরের পোস্টে পেয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে বাইসাইকেল শটে জাল খুঁজে নেন আল নাসর তারকা।
যা জাতীয় দলের হয়ে রোনালদোর ১৩৫তম গোল। আর পেশাদার ফুটবলে তার মোট গোল হলো রেকর্ড ৯১০টি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা