১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

৩ উইকেটের জয় নিয়ে সিরিজ বাগিয়ে নিয়েছে ইংল্যান্ড - ছবি - ইন্টারনেট

অপেক্ষা বাড়াল না ইংল্যান্ড, কোনো সুযোগ দিল না ক্যারিবীয়দের। পাঁচ ম্যাচ সিরিজে টানা তিন জয় থ্রি লায়ন্সদের। তাতে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সিরিজ। শুক্রবার ভোরে শেষ হওয়া তৃতীয় টি-টোয়েন্টিতে পেরে উঠেনি স্বাগতিকেরা।

বৃহস্পতিবার গভীর রাতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে আগে থেকেই এগিয়ে ছিল থ্রি লায়ন্সরা। এবার ৩ উইকেটের জয় নিয়ে সিরিজ বাগিয়ে নিলো সফরকারীরা।

সেন্ট লুসিয়ায় টসে হেরে আগে ব্যাট করে ইংলিশ বোলারদের তোপে ৮ উইকেটে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবীয়রা। জবাবে লড়াই জমে উঠলেও শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় থ্রি লায়ন্সরা।

এদিন প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিংয়ের চোটে একাদশে ফেরা শাই হোপকে রান আউট করে দেন জ্যাকব বেথেল। পরে একাই ক্যারিবীয় ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ান সাকিব মাহমুদ। নিজের প্রথম তিন ওভারেই ফেরান এভিন লুইস, রোস্টন চেইস ও শিমরন হেটমায়ারকে।

মাঝে নিকোলাস পুরানকে এক ছক্কার পরই থামান জোফরা আর্চার। তাদের কেউ যেতে পারেনি দুই অংকের ঘরে।ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারায় ৩৭ রানে।

এরপর অধিনায়ক রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড মিলে উদ্ধার করেন দলকে। ষষ্ঠ উইকেটে দু’জন ৭৩ রান যোগ করেন ৫৭ বলে। তাতে আর কোনো উইকেট না হারিয়ে ১৫ ওভারে ১১০ রানের সংগ্রহ পায় স্বাগতিকেরা।

যখন শেষদিকে ঝড় তুলতে তৈরি ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তখন বাধা হয়ে দাঁড়ান জেমি ওভারটন। সাত বলে ফিরিয়ে দেন পাওয়েল, শেফার্ড ও গুদাকেশ মোতিকে। ৪১ বলে ৫৪ করেন পাওয়েল, ২৮ বলে ৩০ শেফার্ড।

এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা আলজারি জোসেফ ৯ নম্বরে নেমে খানিকটা প্রতিরোধ গড়ে তুলেন। তার অপরাজিত ২১ রান দলকে নিয়ে যান ১৪৫ রানে। সাকিব ও ওভারটন দু’জনই নেন সমান ৩টি করে উইকেট।

জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো ছিল না। পাওয়ার প্লের মধ্যে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে সফরকারীদের উদ্ধার করে স্যাম কারেন ও উইল জ্যাকস চতুর্থ উইকেট জুটিতে ৩৩ বলে ৩৮ রান যোগ করে।

জ্যাকস ৩২ রান করে মোতির শিকার হয়ে ফিরলে কারেনকে সঙ্গ দেন লিভিংস্টোন। ২৬ বলে ৪১ রান করে কারেন ফেরেন জয় থেকে ৩২ রান দূরে থাকতে। লিভিংস্টোনও পারেননি জয় নিশ্চিত করে ফিরতে, ২৮ বলে ৩৯ রানে ফেরেন জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে।

ক্যারিবীয়দের হয়ে একাই ৪ উইকেট নেন আকিল হোসেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

সেন্ট লুসিয়াতেই সিরিজের শেষ দুই ম্যাচ শনি ও রোববার।


আরো সংবাদ



premium cement