রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:১৬
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রাত ৩টার দিকে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল। আর ভোর সাড়ে ৫টার দিকে মাঠে নামবে বিশ্বজয়ী আর্জেন্টিনা।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল চিরচেনা রূপে নেই। যেন খারাপ সময় তাদের পিছু ছাড়ছে না। বাছাই পর্বের খেলায় সবমিলিয়ে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থেকে ভেনেজুয়েলাকে মোকাবিলা করতে অপেক্ষার প্রহর গুনছে সেলেসাওরা। ভেনেজুয়েলার ঘরের মাঠ মাতুরিন মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে দু’জয় আর পাঁচ ড্র নিয়ে ভেনেজুয়েলার অবস্থান টেবিলের ৮ নম্বরে। মুখোমুখি মাঠের লড়াইয়ে কারা টিকে থাকে সেটাই এখন দেখার পালা।
বিরতির পর এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ফিরেছেন মাঠে। ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। এই ম্যাচে বাড়তি নজরও থাকবে তার ওপর। নভেম্বরে দু’টি ম্যাচই জিতলেই পয়েন্ট তালিকার ২ নম্বরে ওঠে আসার সম্ভাবনা আছে জুনিয়রদের।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ১১তম ম্যাচে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের ঘরের মাঠ ডিফেন্সরস দেল চাকো স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত ম্যাজিকম্যান মেসির দল দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করে আছে। বাছাই পর্বে ১০ ম্যাচের মধ্যে সাত ম্যাচ জিতে ২২ পয়েন্ট তুলে নিয়েছে কোচ স্কালোনির শিষ্যরা।
অন্যদিকে প্যারাগুয়ে ১০ ম্যাচ খেলে তিন জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে। বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই প্যারাগুয়ের সামনে।
প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো দর্শক আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে প্রবেশ করতে পারবে না। ঘরের মাঠে নিজেদের উন্মাদনা বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা