২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হারটা দুঃখজনক : কাবরেরা

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা - ছবি : নয়া দিগন্ত

‘হারটা দুঃখজনক’ উল্লেখ করে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, প্রতিটি হারই দুঃখজনক। তবে আমি খুশি দলের পারফরম্যান্সে। তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে ম্যাচে ফিরতে। সুযোগ কাজে লাগাতে না পারার কারণে এ হার।

বুধবার (১৩ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারায় মালদ্বীপ। একই ভেন্যুতে আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দু’টি।

নব্বই সাল থেকে ঘুরে দাঁড়ানো মালদ্বীপের ফুটবল বাংলাদেশের বিপক্ষে ২০২১ সালের আগ পর্যন্ত হরহামেশাই জিতে যেত। তবে তাদের কোনো জয় ছিল না বাংলাদেশের মাঠে। এক সময় মালদ্বীপের ক্লাব দলের হয়ে ঢাকা মাঠে খেলে যাওয়া কোচ আলী সুজানের অধীনেই ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় মালদ্বীপের। ২০২১ মালে সাফেও এ কোচের দলের কাছে হেরেছিল বাংলাদেশ।

মালদ্বীপের কোচ সুজান এ জয়ে পুরো কৃতিত্ব দিলেন দেশের ক্লাব মাজিয়ার কোচকে। দলের অধিকাংশ খেলোয়াড়কে মাজিয়ার কোচই ফিট রেখেছেন।

এ দিকে, কাবরেরার পারফরম্যান্সে খুশি হতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সদস্য ছাইদ হাছান কানন।

তিনি বলেন, ‘পরিকল্পনাহীন ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। দলের খেলায় কোনো পরিবর্তন নেই। ফুটবলারদের ফিটনেসে ঘাটতি। তাই আমরা এখন বর্তমান কোচের ভবিষ্যত নিয়ে ভাবছি।’

ছাইদ হাছান কানন একইসাথে হারের জন্য গোল মিসকে দায়ী করেন। তিনি চান, বিদেশী কমাতে। যাতে স্থানীয়রা গোল করার পজিশনে বেশি বেশি খেলতে পারেন।


আরো সংবাদ



premium cement