২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথমার্ধে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মালদ্বীপ

প্রথমার্ধে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মালদ্বীপ - প্রতীকী ছবি

মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের ফিফা প্রীতি ম্যাচে বসুন্ধরার কিংস এরেনায় চলছে প্রথম ম্যাচ। ম্যাচটির প্রথমার্ধে সফরকারী মালদ্বীপ ১-০ গোলে এগিয়ে রয়েছে।

১৮ মিনিটে মালদ্বীপের পক্ষে একমাত্র গোলটি করেন আলি ফাসির।

ম্যাচের শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রন ছিল বাংলাদেশের কাছে। স্বাগতিকরা বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিল। কিন্তু ১৮ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় সফরকারীরা। হামজা মোহাম্মদের ফ্রি কিক থেকে পোস্টের খুব কাছে থেকে অনেকটা ফাঁকায় দাঁড়ানো আলি ফাসিরের হেড আটকানো সম্ভব ছিলনা বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার।

পরের মিনিটেই কাউন্টার এ্যাটাক থেকে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ডি বক্সের সামনে থেকে সোহেল রানার বাম পায়ের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

৩০ মিনিটে আবারো গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ইসা ফয়সালের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচে ফেরার জন্য মালদ্বীপের রক্ষণভাগের ওপর চেপে বসে বাংলাদেশ। ৩৩ মিনিটে ফয়সালের অ্যাসিস্টে পোস্টের খুব কাছে থেকে ফরোয়ার্ড রাকিব হোসেনের শক্তিশালী শট মালদ্বীপের ডিফেন্ডার ইরুফানের গায়ে লেগে বাইরে চলে যায়।

৪৪ মিনিটে ডানদিক থেকে শেখ মোরসালিনের কর্ণার থেকে সোহেল রানার শট পোস্টে লেগে ফেরত আসলে হতাশ হতে হয় বাংলাদেশকে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল