১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্যারাগুয়েতে মেসির জার্সি নিষিদ্ধ‍!

লিও মেসি - ফাইল ছবি

লিও মেসির নাম লেখা জার্সি পরে ঢোকা যাবে না স্টেডিয়ামে। বিশ্বকাপের যোগ্যতা পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে এমনই আদেশ দেয়া হয়েছে।
আর্জেন্টিনাকে খেলতে হবে প্যারাগুয়ের ঘরের মাঠে। হোম টিমের সুবিধা পাওয়ার জন্যই এই নিষেধাজ্ঞা। প্যারাগুয়ে এফএ-র তরফ থেকে জানানো হয়েছে, প্যারাগুয়ের জার্সি না পরে কেউ যদি বিপক্ষ দলের প্লেয়ারের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন, তার মাঠে প্রবেশাধিকার নেই।

এমনকি আর্জেন্টিনার নীল-সাদা জার্সি নয়, সংশ্লিষ্ট ফুটবলারের নাম ও নম্বর সম্বলিত জার্সি পরেও মাঠে ঢুকতে দেয়া হবে না। প্যারাগুয়ে ফুটবল সংস্থার তরফ থেকে বলা হয়েছে, 'কোনো প্লেয়ারের বিরুদ্ধে আমরা নই। প্লেয়ারদের আমরা শ্রদ্ধাই করি। কিন্তু হোম অ্যাডভান্টেজ দরকার।' উল্লেখ্য, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটির বল গড়াবে ১৫ নভেম্বর।

ঘরের মাঠে খেলার সুবিধা নেয়ার জন্যই এমন ব্যবস্থা নেয়া হচ্ছে। মেসির জনপ্রিয়তা গোটা বিশ্বে। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে মেসির নাম লেখা জার্সি পরে অনেকেই খেলা দেখতে আসতে পারেন মাঠে। কিন্তু নতুন এই নিয়মের জেরে হয়তো মেসির নাম লেখা নীল-সাদা জার্সি দেখা যাবে না মাঠে। প্যারাগুয়ের ঘরের মাঠ যে আর্জেন্টিনার জন্য বধ্যভূমি হতে চলেছে, তা বোঝাই যাচ্ছে।

স্কালোনির আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগেই যে কেবল এমন ব্যবস্থা নিচ্ছে প্যারাগুয়ে তা নয়। ১০ সেপ্টেম্বর ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ছিল প্যারাগুয়ের। সেদিনও একই রকম নিয়ম আরোপ করেছিল প্যারাগুয়ে ফুটবল সংস্থা। কনমেবল অঞ্চলের বিশ্বকাপের যোগ্যতা পর্বে প্যারাগুয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে।

প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচে আলাদা করে নজর থাকবে লিও মেসির দিকে। মেজর লিগ সকারে মেসির ইন্টার মায়ামি ছিটকে গিয়েছে। মেসি সেই ম্যাচে গোল করলেও মায়ামি কিন্তু হেরে যায়। প্যারাগুয়ের বিরুদ্ধে মেসি যে পুরোদস্তুর মনোনিবেশ করবেন, তা বলাই বাহুল্য।


আরো সংবাদ



premium cement
ইন্দুরকানীতে তাফসির মাহফিলে সাঈদীর মামলার স্বাক্ষী সুখরঞ্জন বালি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসঙ্ঘের পরমাণু প্রধান সরিষাবাড়ীতে গোসল করতে নেমে আনসার সদস্যের মৃত্যু বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন ‘অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে’ চলমান সংস্কারের সাথে বিএনপির ৩১ দফার মিল আছে : মির্জা ফখরুল খাগড়াছড়ির উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা ইউএনও ইলোরার পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : এম আব্দুল্লাহ কার বুদ্ধিতে ফারুকী-বশিরউদ্দীনকে উপদেষ্টা বানালেন, প্রশ্ন মান্নার পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ১২ উগ্রবাদী নিহত

সকল