২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা বোনাস পেল সাফ চ্যাম্পিয়নরা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা বোনাস পেল সাফ নারী ফুটবল দল - ছবি : ইউএনবি

সাফ নারী ফুটবল দলের অদম্য চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দল ঘোষণার ১১ দিনের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাদের পূর্ব ঘোষিত ১ কোটি টাকা বোনাস পেয়েছে।

গত ৩০ অক্টোবর কাঠমান্থের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এর আগে গত ৩১ অক্টোবর নেপাল থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের দেশে ফেরার পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বোনাস ঘোষণা করেন এবং বাফুফে কার্যালয়ে একটি রেপ্লিকার চেক হস্তান্তর করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ ২৩ জন ফুটবলার, নয়জন কোচিং স্টাফ ও টিম কর্মকর্তাসহ ৩২ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেককে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক ইস্যু করেছে।

শনিবার (৯ নভেম্বর) মতিঝিলে বাফুফে কার্যালয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে এ কৃতিত্বের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের মধ্যেই উভয় পুরস্কারে অর্থ বিতরণ করা হতে পারে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement