আল নাসেরে রোনালদো আউট, নেইমার ইন!
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ নভেম্বর ২০২৪, ০৬:৩৮
সৌদি আরবের ক্লাব আল নাসের ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দিতে পারেন সৌদি প্রো লিগের আর এক ক্লাব আল হিলালে। নেইমার জুনিয়রের জায়গায় তাকে নিতে আগ্রহী আল কর্তৃপক্ষ। আগামী জানুয়ারিতে মাসে জার্সি বদল করতে পারেন পর্তুগিজ স্ট্রাইকার।
২০২৩ সালে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনালদো। এখন পর্যন্ত সৌদির ক্লাবটির হয়ে ৮৩টি ম্যাচ খেলে ৭৩টি গোল করেছেন। বহু ম্যাচে দলকে জিতিয়েছেন একক দক্ষতায়। তবু আগামী বছর তাকে আর আল নাসেরের জার্সি গায়ে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, রোনালদো আল নাসেরকে কোনো ট্রফি দিতে পারেননি এখনো।
পর্তুগালের একটি সংবাদমাধ্যমের দাবি, নেইমারের বদলি খুঁজছে আল হিলাল কর্তৃপক্ষ। তারা সমান বা আরো ভালো মানের ফুটবলারকে দলে নিতে চান। তাদের নজর অন্যতম প্রধান প্রতিপক্ষ ক্লাবের রোনালদোর দিকে। রোনালদোর জন্য যেকোনো মূল্য খরচ করতে রাজি ১৯ বারের সৌদি চ্যাম্পিয়নেরা। তার এজেন্টের সাথে প্রাথমিক কথা বলেছেন আল হিলাল কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে রোনালদো আগামী বছরের শুরুর দিকেই নতুন ক্লাবে যোগ দেবেন।
চোটের জন্য দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। মাঠে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমেই আবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। নেইমারের সাথে ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের চুক্তি থাকলেও তাকে নিয়ে মোহভঙ্গ হয়েছে ক্লাব কর্তৃপক্ষের। মাঠে নেমেও সৌদির ক্লাবের হয়ে তেমন কিছু করতে পারেননি তিনি। সাতটি ম্যাচ খেলে একটি গোল করেছেন এবং আরো তিনটি গোল করতে সতীর্থদের সাহায্য করেছেন। সব মিলিয়ে তাকে আর রাখতে চাইছেন না আল হিলাল কর্তৃপক্ষ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা