২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আল নাসেরে রোনালদো আউট, নেইমার ইন!

(বাঁ দিকে) ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র - ফাইল ছবি

সৌদি আরবের ক্লাব আল নাসের ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দিতে পারেন সৌদি প্রো লিগের আর এক ক্লাব আল হিলালে। নেইমার জুনিয়রের জায়গায় তাকে নিতে আগ্রহী আল কর্তৃপক্ষ। আগামী জানুয়ারিতে মাসে জার্সি বদল করতে পারেন পর্তুগিজ স্ট্রাইকার।

২০২৩ সালে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনালদো। এখন পর্যন্ত সৌদির ক্লাবটির হয়ে ৮৩টি ম্যাচ খেলে ৭৩টি গোল করেছেন। বহু ম্যাচে দলকে জিতিয়েছেন একক দক্ষতায়। তবু আগামী বছর তাকে আর আল নাসেরের জার্সি গায়ে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, রোনালদো আল নাসেরকে কোনো ট্রফি দিতে পারেননি এখনো।

পর্তুগালের একটি সংবাদমাধ্যমের দাবি, নেইমারের বদলি খুঁজছে আল হিলাল কর্তৃপক্ষ। তারা সমান বা আরো ভালো মানের ফুটবলারকে দলে নিতে চান। তাদের নজর অন্যতম প্রধান প্রতিপক্ষ ক্লাবের রোনালদোর দিকে। রোনালদোর জন্য যেকোনো মূল্য খরচ করতে রাজি ১৯ বারের সৌদি চ্যাম্পিয়নেরা। তার এজেন্টের সাথে প্রাথমিক কথা বলেছেন আল হিলাল কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে রোনালদো আগামী বছরের শুরুর দিকেই নতুন ক্লাবে যোগ দেবেন।

চোটের জন্য দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। মাঠে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমেই আবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। নেইমারের সাথে ২০২৫ সাল পর্যন্ত আল হিলালের চুক্তি থাকলেও তাকে নিয়ে মোহভঙ্গ হয়েছে ক্লাব কর্তৃপক্ষের। মাঠে নেমেও সৌদির ক্লাবের হয়ে তেমন কিছু করতে পারেননি তিনি। সাতটি ম্যাচ খেলে একটি গোল করেছেন এবং আরো তিনটি গোল করতে সতীর্থদের সাহায্য করেছেন। সব মিলিয়ে তাকে আর রাখতে চাইছেন না আল হিলাল কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল