১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

ফের রিয়ালের হোঁচট, বড় জয় মিলান-লিভারপুলের

ফের রিয়ালের হোঁচট, বড় জয় মিলান-লিভারপুলের - ছবি : সংগৃহীত

হঠাৎ কী হলো রিয়াল মাদ্রিদের! যেন নিজেদের হারিয়ে খুঁজছে লস ব্লাঙ্কোজরা। ‘এল ক্লাসিকো’য় বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার ধকল সামলে উঠার আগেই খেল নতুন ধাক্কা, এবার এসি মিলানের কাছে হেরে গেছে তারা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসি মিলানের কাছে ১-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে বার্নাব্যূতে টানা দু'বার ধরাশায়ী হলো আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা। যা চলতি মৌসুমে তাদের তৃতীয় হার। অথচ গোটা গত মৌসুমেই মাত্র ২ ম্যাচ হেরেছিল তারা।

আক্রমণ-পাল্টা আক্রমণে বেশিরভাগ সময় লড়াই সমানে-সমান চললেও, প্রকৃত অর্থে খুব বেশি বিপজ্জনক হতে পারেনি রিয়াল। শেষ দিকে মরিয়া চেষ্টাও করে তারা; কিন্তু গোলের উদ্দেশ্য পূরণ হয়নি।

ম্যাচের শুরুতেই এদিন পরপর দুটি সুযোগও তৈরি করে রিয়াল মাদ্রিদ। যদিও অল্পের জন্য গোল দুটিই মিস করেন কিলিয়ান এমবাপ্পে। যদিও স্রোতের বিপরীতে ম্যাচের প্রথম গোলটা মিলানই করেছে।।

১২ মিনিটের মাথায় মাদ্রিদকে স্তব্ধ করে এগিয়ে যায় সফরকারীরা। কর্নার থেকে উড়ে আসা বলকে হেডে জালে জড়িয়ে অতিথিদের এগিয়ে দেন মালিক চিয়াও।
পরের মিনিটেই অবশ্য সমতা ফেরানোর সুযোগ আসে, তবে আবারও সুযোগ পেয়ে হতাশ করেন এমবাপ্পে।

সতীর্থের এমন বারবার ব্যর্থতার মাঝে ২৩তম মিনিটে দলের মুখে হাসি ফোটান ভিনিসিউস জুনিয়র। মিলানের ডি বক্সে ভিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি উপহার পায় রিয়াল মাদ্রিদ। সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে চলা লড়াইয়ে ৩৯তম মিনিটে ফের পিছিয়ে পড়ে রিয়াল। রাফায়েল লিয়াওয়ের শট রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন ঠেকিয়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের জমাট রক্ষণের সামনে ভুগতে দেখা যায় রিয়ালকে। তাদের বারবার ভুল পাস দেওয়াও ছিল দৃষ্টিকটু। এদিকে এমবাপ্পে কিছুতেই পারছিলেন না নিজের ছায়া থেকে বের হতে। ভিনিসিউস, বেলিংহামরাও পারেননি উপলক্ষ আনতে।

উল্টো রিয়ালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ায় মিলান। লিয়াওয়ের পাস ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণে নিয়ে, নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন ডাচ তারকা রেইন্ডার্স। ব্যবধান হয় ৩-১।

এর মাঝে ৮১তম মিনিটে রুডিগারের জোরাল শট ঠিকানা খুঁজে পেলে আশা জাগে রিয়ালের। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশায় পুড়তে হয় স্বাগতিকদের। শেষ পর্যন্ত আরো বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি রিয়াল।

এদিকে দিনের অন্য ম্যাচগুলোতে লেভারকুসেনকে ৪-০ গোলে লিভারপুল উড়িয়ে দিলেও উড়ে গেছে আরেক ইংলিশ ক্লাব ম্যানসিটি। স্পোর্তিং লিসবনের বিপক্ষে ৪–১ গোলে হেরেছে তারা।

 


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে বাণিজ্য মেলায় কথা কাটাকাটি : যুবদল কর্মী নিহত, আহত ১০ আ’লীগের নির্যাতনের সময় প্রতিটা দিন বছর মনে হয়েছে : রিতা সিলেট পর্ব শেষে শীর্ষে রংপুর, তলানিতে ঢাকা চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গঠনে রেফারেন্স প্রক্রিয়া নিয়ে রিট খারিজ চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক মির্জা ফখরুলের এবার রেহানা ও তিন সন্তানের নামে মামলা ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশির ভাগ ইসলামী দল

সকল