ভিনির ব্যালন ডি'অর না জেতা অন্যায় বলছেন ব্রাজিলের কোচ
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ নভেম্বর ২০২৪, ১২:৪৫
এবারের ব্যালন ডি'অর ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনা যেন ছাপিয়ে গেছে আগের সব আসরকে। জন্ম দিয়েছে বেশ বিতর্ক। বিশেষ করে শেষ মুহূর্তে এসে ভিনিসিউস জুনিয়রের এই পুরস্কার জিততে না পারা যেন মানতেই পারছেন না অনেকে।
এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে কম কথা হয়নি। পক্ষে-বিপক্ষে মুখ খুলেছেন ফুটবলার, কোচ থেকে সংশ্লিষ্ট অনেকেই। যদিও সময়ের সাথে সাথে ব্যালন ডি’অর ইস্যু খানিকটা একটু স্তিমিত হয়ে আসছিল।
তবে এবার তা ফের উসকে দিলেন দরিভাল জুনিয়র। ব্রাজিলের কোচের অকপট মতামত, ব্যালন ডি'অর প্রাপ্য ছিল ভিনিসিউস জুনিয়রের। দাবি করলেন অন্যায় হয়েছে তার সাথে।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। সেই লক্ষ্যে গতকাল (শুক্রবার) রিও ডি জেনিরোয় ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেন দরিভাল। সেখানেই উঠে ভিনিসিউস প্রসঙ্গ।
এই নিয়ে ব্রাজিল কোচের মন্তব্য, ‘এটা অন্যায়। খুবই অন্যায্য। বিশেষ করে এটা যখন ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা ভিনি।’
তবে রদ্রি পুরষ্কার জেতায় তার উপর ব্যক্তিগত কোনো আক্রোশ নেই বলে স্পষ্ট করেন দরিভাল। বলেন, ‘যে পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। তবে ভিনিসিউস যা করেছে, তার প্রাপ্য ছিল এই অন্যরকম স্বীকৃতি।’
তবে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা আরো বড় পুরস্কার জিতেছেন বলেই মনে করেন এই কোচ, যে প্রাপ্তির নাম মানুষের ভালোবাসা।
বলেন, ‘সবচেয়ে বড় যে পুরস্কার ভিনিসিউস জিতেছে, তা হলো মানুষের স্বীকৃতি ও সম্মান। ব্রাজিলের বেশির ভাগ মানুষ বুঝতে পেরেছে, পুরস্কারটি যার প্রাপ্য ছিল, তার সাথে অন্যায় করা হয়েছে।’
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর (২০ নভেম্বর) তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। চোট কাটিয়ে ভিনিসিউস দলে ফিরলেও এ বছর আর জাতীয় দলের জার্সিতে ফিরতে পারছেন না নেইমার। অপেক্ষা বাড়ছে তার।
ব্রাজিলের স্কোয়াড : বেন্তো, এডারসন, ওয়েভারটন দানিলো, ভেন্ডারসন, আবনের, গুইলের্মে আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কুইনিয়োস, মুরিলো, আন্দ্রে, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকুয়েতা, রফিনিয়া, এস্তেভাও, ইগর জেসুস, লুইজ হেনরিক, রদ্রিগো, স্যাভিনিয়ো ও ভিনিসিউস জুনিয়র।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা