৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

ছাদখোলা বাস দিয়েই সাফজয়ীদের বরণ করতে চায় বাফুফে

ছাদখোলা বাস দিয়েই সাফজয়ীদের বরণ করতে চায় বাফুফে - ফাইল ছবি

এবারো ২০২২ সালের মতো ছাদখোলা বাসে বরণ করতে ফুটবলাররা আর্জি যদিও জানাননি, তবে কোনো কার্পণ্য করছে না বাফুফে। আবারও ছাদখোলা বাসে সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিতে চায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

গত শনিবার বাফুফেতে এসেছে নতুন সভাপতি। সালাউদ্দিন যুগের অবসান ঘটিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার সময়ে বাংলাদেশ ফুটবলে প্রথম শিরোপা এলো নারীদের হাত ধরেই।

বুধবার ফাইনালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের আক্ষেপে পুড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা। নেপালকে হারিয়েছে ২-১ গোলে।

গত আসরে চ্যাম্পিয়ন হয়ে দেশে আসার পর সাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয় সানজিদা-কৃষ্ণাদের। ফলে শিরোপা জয়ের পর এবারও প্রশ্ন উঠে, এবারো কী তেমন কিছু? শিরোপা নিয়ে ঢাকার রাস্তায় উদযাপনে মাতবেন সাবিনারা?

জানা গেছে, সেই চেষ্টাই চলছে বাফুফের পক্ষ থেকে। যদিও নতুন সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে আছেন দক্ষিণ কোরিয়ায়, এএফসির অনুষ্ঠানে। সেখান থেকেই ছাদখোলা বাসের বিষয়ে কথা বলেন এক গণমাধ্যমের সাথে।

বলেন, ‘আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। সময়টাও খুব কম। অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি।’

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের। এখন দেখার অপেক্ষা, আরো একবার ছাদখোলা বাসে সংবর্ধনা পায় কি না বাংলাদেশের সোনার মেয়েরা।


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে দুর্নীতি দায়ে কাঠগড়ায় দাঁড়াবেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী চট্টগ্রাম টেস্টে অবিশ্বাস্য কিছুর আশায় বাংলাদেশ অনলাইনে ইনকাম ট্যাক্স বা আয়কর রিটার্ন দেয়ার পদ্ধতি কী অনলাইনে ইনকাম ট্যাক্স বা আয়কর রিটার্ন দেয়ার পদ্ধতি কী বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন পাপনসহ ১১ পরিচালককে অপসারণ ছাদখোলা বাস দিয়েই সাফজয়ীদের বরণ করতে চায় বাফুফে সীমান্ত থেকে সম্পূর্ণ সেনাবাহিনী প্রত্যাহার ভারত-চীনের! দিওয়ালিতে মিষ্টি বিতরণ বিবর্তনের পথে পৃথিবী, আফ্রিকা ভেঙে যাবে দুভাগে, তৈরি হবে নতুন সমুদ্র

সকল