ছাদখোলা বাস দিয়েই সাফজয়ীদের বরণ করতে চায় বাফুফে
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৬
এবারো ২০২২ সালের মতো ছাদখোলা বাসে বরণ করতে ফুটবলাররা আর্জি যদিও জানাননি, তবে কোনো কার্পণ্য করছে না বাফুফে। আবারও ছাদখোলা বাসে সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিতে চায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
গত শনিবার বাফুফেতে এসেছে নতুন সভাপতি। সালাউদ্দিন যুগের অবসান ঘটিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার সময়ে বাংলাদেশ ফুটবলে প্রথম শিরোপা এলো নারীদের হাত ধরেই।
বুধবার ফাইনালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের আক্ষেপে পুড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা। নেপালকে হারিয়েছে ২-১ গোলে।
গত আসরে চ্যাম্পিয়ন হয়ে দেশে আসার পর সাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয় সানজিদা-কৃষ্ণাদের। ফলে শিরোপা জয়ের পর এবারও প্রশ্ন উঠে, এবারো কী তেমন কিছু? শিরোপা নিয়ে ঢাকার রাস্তায় উদযাপনে মাতবেন সাবিনারা?
জানা গেছে, সেই চেষ্টাই চলছে বাফুফের পক্ষ থেকে। যদিও নতুন সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে আছেন দক্ষিণ কোরিয়ায়, এএফসির অনুষ্ঠানে। সেখান থেকেই ছাদখোলা বাসের বিষয়ে কথা বলেন এক গণমাধ্যমের সাথে।
বলেন, ‘আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। সময়টাও খুব কম। অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের। এখন দেখার অপেক্ষা, আরো একবার ছাদখোলা বাসে সংবর্ধনা পায় কি না বাংলাদেশের সোনার মেয়েরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা