২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফের ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ের পর বাংলাদেশ দল - ছবি : নয়া দিগন্ত

দুই বছর ফুরালো, অথচ এখনো স্মৃতিতে অম্লান সানজিদা-কৃষ্ণাদের ছাদখোলা বাসে উদযাপনের সেই আনন্দমুখর দৃশ্য। এখনো যেন কাটেনি সেই রেশ। তবে এর মাঝেই ফের দেখা দিয়েছে ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ।

আবারো ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের হাতছানি বাংলাদেশের সামনে। আবারো সাফের ফাইনালে সাবিনা-তহুরারা। আবারো ফাইনালে সেই পুরনো প্রতিপক্ষ নেপাল আর ভেন্যু দশরথ রঙ্গশালা।

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে এসেছে বাংলাদেশ। গত আসরে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলেন সাবিনা-সানজিদারা। এবারো সেই একই কীর্তির সুযোগ অপেক্ষায়।

অবশ্য এবারের আসরে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পিটার বাটলারের দল। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায়, ভারতকে হারায় ৩-১ গোলে। এরপর ভুটানকে ৭-১ গোলে নাস্তানাবুদ করে নিশ্চিত করে ফাইনাল।

অবাক করা বিষয় হলো, আগের আসরেও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ!

এদিকে স্বাগতিক নেপাল দুরন্ত ছন্দে। সেমিফাইনালে ১০ জন নিয়েও টুর্নামেন্টে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে গোল করে ম্যাচে ফিরে জিতেছে টাইব্রেকারে। তাছাড়া বড় হুমকি ফরাসি লিগে খেলা নেপালের গোটা ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা সাবিত্রা ভান্ডারি।

পরিসংখ্যানও চোখ রাঙায় বাংলাদেশকে। ২০১০ সালে প্রথম দেখা হবার পর থেকে টানা সাত ম্যাচ বা সময়ের হিসেবে প্রায় ১১ বছর নেপাল কন্যারা ছিল বাংলাদেশের কাছে অজেয়। এরপর সেই ২০২২ সাফ ফাইনাল।

এখন পর্যন্ত যা নেপালের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়। এবার নিশ্চয়ই সেই সংখ্যাটা বাড়াতে চাইবে পিটার বাটলারের দল। আর তাতে নিশ্চিতভাবেই বাড়বে শিরোপা সংখ্যাও।

দুই বছর আগে যে মুকুট অন্য উচ্চতায় তুলেছিল বাংলাদেশ নারী ফুটবল দলকে, আজ তা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ পেরোনোর পরীক্ষাই আজ সপ্তম নারী সাফের ফাইনালে দিতে হবে বাংলাদেশকে।

আজও কী পারবে বাংলাদেশ? উত্তর মিলবে সন্ধ্যা পৌনে ৭টায় শুরু ম্যাচ শেষে।


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার বিয়ের ৪ দিন পর লাশ হলেন নববধূ ৫৩ বছরে শোষণ-বঞ্চনার রাষ্ট্র পেয়েছি : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলেই ন্যায় বিচার পাবেন : মোবারক হোসেন জয়সাওয়ালের রেকর্ড ছক্কার দিনে পার্থে দাপট ভারতের তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি

সকল