রদ্রির সাথে আরো যারা ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ অক্টোবর ২০২৪, ০৯:২৮
নানান জল্পনা-কল্পনা শেষে এবারের ব্যালন ডি’অর উঠেছে রদ্রি হার্নান্দেজের হাতে। ১৯৬০ সালের পর প্রথম ও সব মিলিয়ে স্পেনের তৃতীয় ফুটবলার হিসেবে এই স্বীকৃতি জিতেছেন রদ্রি।
প্যারিসের থিয়েটার দো সাতেলেতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার ব্যালন ডি’অর পুরস্কার তুলে দেয়া হয় রদ্রির হাতে। একই সাথে ঘোষণা করা হয় অন্যান্য বিভাগের সেরাদের নামও।
সেরা হওয়ার দৌড়ে রদ্রি পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। দু'জনেই দুর্দান্ত ছিলেন গত মৌসুম জুড়ে ক্লাব জার্সিতে। জেতেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ।
বিপরীতে ইংলিশ ক্লাব ম্যান সিটির জার্সিতে রদ্রি স্বাদ নেন প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপার। জাতীয় দল স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও উঁচিয়ে ধরেন তিনি।
এদিকে মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। পেছনে ফেলেন দুই ক্লাব সতীর্থ কারোলিন গ্রাহাম হানসেন ও সালমা পারায়উয়েলোকে।
এছাড়া সেরা কোচ হিসেবে স্বীকৃতি পেয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। বর্ষসেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন লামিন ইয়ামাল।
এক নজরে ব্যালন ডি’অর ২০২৪ পুরস্কার তালিকা-
বর্ষসেরা তরুণ ফুটবলার : লামিন ইয়ামাল।
বর্ষসেরা নারী ক্লাব : বার্সেলোনা।
বর্ষসেরা পুরুষ ক্লাব : রিয়াল মাদ্রিদ।
বর্ষসেরা স্ট্রাইকার : কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
বর্ষসেরা পুরুষ গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ।
বর্ষসেরা পুরুষ কোচ : কার্লো আনচেলত্তি।
বর্ষসেরা নারী কোচ : এমা হায়েস।
সক্রেটিস অ্যাওয়ার্ড : হেনিফার এরমোসো।
বর্ষসেরা নারী ফুটবলার : আইতানা বোনমাতি।
বর্ষসেরা পুরুষ ফুটবলার : রদ্রি।
পুরস্কার নিতে বেশিরভাগ সদস্যরা ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশ নিলেও ছিল না রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি। ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে এই আয়োজন বয়কট করে সেরা ক্লাবের পুরস্কার পাওয়া লস ব্লাঙ্কোজরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা