জেতেনি আর্সেনাল-লিভারপুল, হেরেছে ম্যানইউ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৩
এমিরেটসে জেতেনি কেউ, আবার হারেওনি৷ লড়াই শেষ হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। তবে দু'বার পিছিয়ে পড়েও ১ পয়েন্ট পাওয়ায় মন খারাপ হবার কথা নয় লিভারপুলের, যদিও হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ।
এমিরেটসে রোববার মুখোমুখি আর্সেনাল ও লিভারপুল। লিভারপুলে জন্য ম্যাচটি ছিল পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার। আর্সেনালের জন্য তিনে ওঠার। তবে হয়নি তার কিছুই, ২-২ গোলে ড্র হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।
ম্যাচ শুরু হতেই এগিয়ে যায় আর্সেনাল। ঘরের মাঠে ৯ মিনিটেই গোল করেন বুকায়ো সাকা। তবে পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনমি মোহাম্মদ সালাহ। তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে মিনিট চারেক পর ভার্জিল ফন ডাইকের গোলে ঠিকই সমতা ফেরে লিভারপুল। আরনল্ডের সেট পিচ থেকে দিয়াজের ফ্লিকে মাথা ছুঁয়ে গোল করেন এই অল রেড ডিফেন্ডার।
বিরতির আগ মুহূর্তে ৪৩ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। ডেকলান রাইসের ফ্রি কিক বক্সে পেয়ে হেডে জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। ব্যবধান ২-১ নিয়েই বিরতিতে যায় আর্সেনাল।
বিরতির পর জয়ের পথেই এগিয়ে যেতে থাকে গানাররা। যদিও একের পর এক আক্রমণে চাপ বাড়ায় লিভারপুল। যার ফল আসে ৮১ মিনিটে। পাল্টা আক্রমণে বক্সে ঢুকে বাঁ দিকে বল বাড়ান ডারউইন নুনেজ, প্লেসিং শটে গোল করেন সালাহ।
তাতে জয় ছাড়াই শেষ হয়েছে দুই জায়ান্টের লড়াই। এই ড্রয়ে সবচেয়ে বেশি লাভবান ম্যানচেস্টার সিটি। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। সিটির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।
লিগের অন্য ম্যাচে নিউক্যাসল সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। আর অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্টহ্যামের কাছে একই ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা