২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

রিয়ালের জালে ৪ গোল বার্সার

রিয়ালের জালে ৪ গোল বার্সার - ছবি : সংগৃহীত

মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় একের পর এক গোল হজম করেই যাচ্ছিল রিয়াল। শেষ পর্যন্ত স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে বার্সা।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে রিয়ালকে। প্রথম দুটি গোল আসে লেভানডোভস্কির পা থেকে। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে গোল করেন লামিন ইয়ামাল।

তবে প্রথম ৪৫ মিনিটে ৭ বার অফসাইড বাদ দিলেও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইনের গোল মিস ছিল চোখে পড়ার মতোই। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা বার্সা গোলরক্ষক ইনাকি পেনার বিপক্ষে কিলিয়ান এমবাপে যেমন গোল পাননি। তেমনি সহজ সুযোগ ছেড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

বার্সেলোনা অবশ্য প্রথমার্ধের বিবেচনায় কিছুটা পিছিয়েই থাকবে। তবু ম্যাচের সেরা সুযোগটাও পেয়েছিল তারাই। ওয়ান-অন-ওয়ানে লামিনে ইয়ামাল বল তুলে দিয়েছিলেন রিয়াল গোলরক্ষক আন্দ্রেই লুনিনের হাতে।

দ্বিতীয়ার্ধে মার্কো কাসাদোর পাস ছিল নিখুঁত। ডিফেন্সচেরা সেই পাসে লেভানডফস্কিকে ঠিকই ট্রাপে ফেলেছিল রুদিগার-মিলিতাও জুটি। তবে ফার্লান্দ মেন্দি ছিলেন ডিফেন্স লাইনের অনেকটা পিছনে। সেই সুবাদেই লেভানডফস্কি পেয়ে যান গোল করার লাইসেন্স। ঠান্ডা মাথার ফিনিশে বল জড়ান জালে (১-০)।

ম্যাচের ৫৪ মিনিটে এলো প্রথম গোল। সেই গোলের পর নড়েচড়ে বসার সুযোগ পায়নি রিয়ালের রক্ষণ। এবারে একসাথে ভুল করলেন তিনজন। আলেহান্দ্রো বালদের ওভারল্যাপটা বুঝে উঠতে পারেননি লুকাস ভাস্কেজ। এরপরেই বালদের ক্রসে লেভানডফস্কির দুর্দান্ত হেড।

মিলতাও এবং রুদিগারের দু’জনেই পোলিশ স্ট্রাইকারকে রেখেছেন আনমার্কড। নিখুত প্লেসমেন্টের সেই হেড আটকাবার উপায় ছিল না রিয়াল গোলরক্ষক লুনিনের (২-০)।

ম্যাচের ৭৭ মিনিটে ঘটে আরো বড় ঘটনা। এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল পেয়েছেন লামিন ইয়ামাল। রাফিনিয়ার পাস ধরে বক্সে অনেকটাই ঢুকে গিয়েছিলেন। কাছের পোস্টে রেখেছেন শট। লুনিনের ধরা-ছোঁয়ার বাইরে থাকা শট জড়ায় জালে (৩-০)।

এরপর ৮৪ মিনিটে লং পাসে বল পাওয়া রাফিনিয়াকে মার্ক করার মতো অবস্থায় ছিলেন না কেউই। লুকাস ভাস্কেজকে পেছনে ফেলতে সমস্যাই হয়নি বার্সা অধিনায়কের। ফিনিশিংটা ছিল দারুণ এক চিপে। বাধাই করে রাখা সেই গোলটায় নিশ্চিত হয় রিয়ালের বড় ব্যবধানের হার।


আরো সংবাদ



premium cement
কোর্ট থেকে লুকিয়ে নিয়ে কারাগারে নয়া দিগন্ত পড়তাম : রিজভী খালেদা জিয়ার কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল বেনাপোল চেকপোস্টে যাত্রী পারাপার বন্ধ শিবিরের কেন্দ্রীয় সভাপতির মায়ের জানাজা অনুষ্ঠিত আমার প্রিয় সংবাদপত্র নয়া দিগন্ত : সেলিমা রহমান আমার উপদেষ্টা হওয়ার পেছনে নয়া দিগন্তের অবদান আছে : আ ফ ম খালিদ হোসেন সৈয়দপুরে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুয়াডাঙ্গায় ট্রাকে চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্র নিহত জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুরু জামায়াতের হিন্দু শাখা নয়, অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হটকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

সকল