ভিনির হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ অক্টোবর ২০২৪, ০৭:২৭, আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:২৮
চ্যাম্পিয়নস লিগ মানেই যেন অন্যরকম রিয়াল মাদ্রিদ। যেখানে লস ব্লাঙ্কোজরা যা করতে পারে, তা ভাবনার থেকেও গভীর। যেমনটা ঘটলো গত রাতে। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় হারের অপেক্ষায় থাকা দলটা লিখেছে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প।
মঙ্গলবার রাতে বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। জয় পেয়েছে ৫-২ গোলে। অথচ ৬০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে ছিল হারের পথে। তবে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে উড়ে গেছে সব শঙ্কা।
ম্যাচের ৬০ মিনিট থেকে যোগ হওয়ার সময়ের তৃতীয় মিনিট, এই ৩৩ মিনিটেই ৫টি গোল করেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিউসের হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন আন্টোনিও রুডিগার ও লুকাস ভাসকেজের।
প্রথমার্ধে চার মিনিটের মধ্যে ডোনিয়েল মালেন ও জেমি গিটেন্সের গোলে চালকের আসনে বসে ডর্টমুন্ড। ৩০ মিনিটে সেহু গিয়ার্সির পাস থেকে মালেন ও ৩৪ মিনিটে সেই মালেনের সহায়তায় গোল করেন জেমি গিটেন্স। ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
দুই গোল খেয়ে যেন হুঁশ ফেরে রিয়ালের। হারিয়ে ফেলা গতিও ফিরে পায়। তবে দুর্ভাগ্য তখনও হয়তো তাদের তাড়া করছিল; ৩৭তম মিনিটে পরপর তাদের দুটি প্রচেষ্টা ক্রসবারে লাগে, প্রথমে রদ্রিগো এরপর জুড বেলিংহ্যামের শট প্রতিহত হয়।
তবে বিরতির আগে আর গোলমুখ খোলা হয়নি। বিরতির পর আক্রমণে আরও জোর দেয় রিয়াল। যদিও স্বাগতিকরা একের পর এক আক্রমণ করলেও তেমন সুবিধা করতে পারছিল না। তবে সুযোগ আসে ৬০ মিনিটে।
এমবাপ্পে-রুডিগারের যুগলবন্দীতে গোলমুখ খুঁজে পায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের দারুণ ক্রসে লাফিয়ে হেড থেকে গোল করেন জার্মান ডিফেন্ডার। সেই গোলের ধাক্কা সামলে উঠার আগেই দ্বিতীয় গোলটাও আদায় করে নেয় লস ব্লাঙ্কোজরা।
দুই মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যায় তারা। মদ্রিচের পাস বক্সের মুখে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি এমবাপ্পে, তবে বল চলে যায় ভিনিসিউসের পায়ে। সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি তার, অনায়াসে ফাঁকা জালে বল পাঠান এই ব্রাজিলিয়ান।
২-২ গোলে সমতা ফেরায় খেলা জমে উঠে, ম্যাচে ফেরে চাঞ্চল্যতা। তবে সেই চাপ সামলে নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি থাকতে লুকাস ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়াল। দারুণ এক প্রতি আক্রমণ থেকে গোল আদায় করেন তিনি।
ব্যবধাম ৩-২ হবার পরের গল্পটা কেবল ভিনিসিউসের।
৮৬তম মিনিটে অবিশ্বাস্য গোলে আনন্দে ভাসান তিনি। নিজেদের বক্স থেকে বল নিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে জোরাল শট নেন তিনি। বল জালে ছোঁয়া পেতেই পুরো বার্নাব্যু যেন উল্লাসে ফেটে পড়ে।
সেই উল্লাস আরো বাড়ে যোগ হওয়া সময়ে। যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদের হয়ে যা তার তৃতীয় ও চ্যাম্পিয়নস লিগের প্রথম হ্যাটট্রিক। সুবাদে সব শঙ্কা দূরে ঠেলে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে রিয়াল।
চ্যাম্পিয়ন্স লিগে আগের রাউন্ডে লিলের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফলে পয়েন্ট টেবিলে অবনমন হয়। তবে এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা