১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

মাঠে নেমে শুধু উপভোগ করতে চাই : মেসি

লিওনেল মেসি - সংগৃহীত

ফর্মে লিওনেল মেসি। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন তিনি। এই জয়ের পর নিজেকে বাচ্চা মনে করছেন মেসি। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ দিকের ম্যাচ খেলছেন। তাই সব ম্যাচকে উপভোগ করতে চান তিনি।

বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছেন মেসি। করিয়েছেন জোড়া গোল। ম্যাচ শেষে মেসি বলেন, ‘দেশের মাটিতে খেলার অনুভূতিই আলাদা। সমর্থকেরা এত ভালবাসে আমাকে। ওদের মুখে আমার নাম শুনে খুব ভালো লাগে।’

৩৭ বছর বয়সেও নিজেকে বাচ্চা মনে করছেন মেসি। প্রতিটি খেলা উপভোগ করছেন। আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘দর্শকদের এই ভালোবাসা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এই বয়সেও নিজেকে বাচ্চা মনে হচ্ছে। সতীর্থদের সাথে খেলতে খুব ভালো লাগছে। যত দিন খেলব এভাবেই খেলতে চাই। উপভোগ করতে চাই।’

বিশ্বকাপ জেতার আগেই মেসি জানিয়েছিলেন, শেষ বিশ্বকাপ খেলছেন।

যদিও বিশ্বকাপ জেতার পর অবসর ঘোষণা করেননি। অবসরের কোনো কথা এখন তার মাথায় নেই বলেই জানান তিনি মেসি। তিনি বলেন, ‘আমি অবসরের দিন ঠিক করে রাখিনি। মাঠে নেমে শুধু উপভোগ করতে চাই। জানি এগুলোই আমার ক্যারিয়ারের শেষ দিকের ম্যাচ। তাই দেশের মানুষের জন্য খেলতে চাই। জিততে চাই।’

গত তিন বছরে আর্জেন্টিনার হয়ে দু’টি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জিতেছেন মেসি। জিতেছেন ফাইনালিসিমা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও খেলছেন। ২০২৬ সালের বিশ্বকাপে কি খেলবেন তিনি? সেই প্রশ্নেরই জবাব খুঁজছে ফুটবল মহল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement