সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালে পৌঁছেছে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ অক্টোবর ২০২৪, ১৯:৫০
সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় দল।
মঙ্গলবাল সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে রওয়ানা দিয়ে স্থানীয় সময় সাড়ে ১১টায় নেপালে পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের খেলোয়াড়রা আত্মবিশ্বাস নিয়ে নেপালে গিয়েছে। নেপালের আবহাওয়া বেশ স্বাভাবিক রয়েছে।
আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ-গ্রুপে আরো রয়েছে শক্তিশালী ভারত। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে ২৭ অক্টোবর দু’টি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
আসরের সবগুলো ম্যাচ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল
রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন নীলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, স্বপ্না রানী, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার, মোসাম্মৎ সাগরিকা।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা