১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
`

প্রতিপক্ষের সন্ধানে বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) - ফাইল ছবি

নভেম্বর উইন্ডোতে খেলা হওয়া নিয়ে সংশয় কেটে যাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন প্রতিপক্ষ খুঁজছে।

১১-১৯ নভেম্বর উইন্ডোতে ম্যাচ খেলতে বাফুফের সাথে আগে যোগাযোগ করেছিল নেপাল ও তাজিকিস্তান। তাজিকিস্তান তাদের দেশে তিন জাতি ফুটবল করতে চেয়েছিল। তখন সেখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে। তাই তাদের প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নেপাল প্রথমে আগ্রহ দেখালেও তাদেরও এখন পিছুটান। ফলে বাফুফে এখন আসিয়ান অঞ্চল এবং সাফ অঞ্চলের দেশগুলোর সাথে ম্যাচ খেলার চেষ্টা করছে।

বাফুফে সূত্রে জানা গেছে, তাদের লক্ষ্য ফিফা প্রীতি ম্যাচে জেতা যাবে এমন প্রতিপক্ষের সাথে খেলা। সাথে খরচ সংকুলানেরও বিষয় আছে।

উল্লেখ্য, তাজিকিস্তান যেতে একেক জনের বিমান ভাড়াই লাখ টাকার কাছাকাছি। তাছাড়া প্রচণ্ড ঠান্ডায় সেখানে বাংলাদেশীদের জন্য প্রায় অসম্ভব।


আরো সংবাদ



premium cement