১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২ আশঙ্কাজনক ১০

-

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন করপোরেশন নামের একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ জনের শ^াসনালি পুড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেন জাহাঙ্গীর (৪৮), আহমাদুল্লাহ (৩৮), মোহাম্মদ কাসেম (৩৯), সাগর (২০), আল আমিন (২৩), কারিমুল (২১), মোহাম্মদ হাবিবুর রহমান (৩৬), বরকত উল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৫০), রফিকুল ইসলাম (৩০), মোহাম্মদ রফিক (৩০), সাইফুল ইসলাম (৩০)। তাদের সবাইকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নম্বর বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে আট জনকে ঢাকায় পাঠানো হয়।
কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। বিকেলের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা: রফিক উদ্দিন আহমেদ বলেন, ‘শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধদের প্রায় সবারই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের মধ্যে জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ, আহমাদুল্লাহর ৯০ শতাংশ, কাশেমের ৩৫ শতাংশ, সাগরের ২৫ শতাংশ দগ্ধ, আল আমিনের ৮০ শতাংশ, খায়রুলের ৮০ শতাংশ, হাবিবের ৪০ শতাংশ, বরকতের ৫০ শতাংশ, আনোয়ারের ২৫ শতাংশ এবং রফিকের ১০ শতাংশ পুড়ে গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের অনেকে ৮০ থেকে ৯০ শতাংশ দগ্ধ। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংঙ্কাজনক। আট জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এস এন করপোরেশনের ম্যানেজার (এডমিন) ওমর ফারুক বলেন, একটি জাহাজ কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ একটি পাম্পের বিস্ফোরণ ঘটলে ১২ জন শ্রমিক আহত হন।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল