১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সম্মেলন

সব ভেদাভেদ ভুলে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে

-

বর্তমান পরিস্থিতিতে আলেম-ওলামাদের সব ভেদাভেদ ভুলে দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদের মিম্বারে ময়দানে, মাহফিলে কোনো মতপার্থক্য কাম্য নয়। দেশ গঠন, স্বাধীনতা সার্বভৌমত্ব পাহারা দেয়া, সর্বোপরি দুর্নীতি, অপরাধ ও সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ফরিদপুরের উদ্যোগে ঐতিহাসিক জসীমউদ্দীন মিলনায়তনে আয়োজিত সর্বদলীয় উলামা-মাশায়েখ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এ টি এম মাসুম বলেন, দীর্ঘদিনের দুঃশাসনে বিধ্বস্ত দেশকে পুনর্গঠন এবং আমাদের মাতৃভূমিকে ধর্মহীন করার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি আরো বলেন, পতিত আওয়ামী সরকার দেশের বিভিন্ন অঙ্গন থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল, আল্লাহতায়ালা নিজস্ব রহমত দিয়ে এ দেশে তার দ্বীনকে রা করেছেন।
অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য, ওলামা মাশায়েখ পরিষদের অন্যতম কেন্দ্রীয় উপদেষ্টা, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা হামিদুর রহমান আযাদ, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব, বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সহকারি মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি আমির হামজা, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীন আহমদ, অধ্যাপক আবদুত তাওয়াবসহ বিভিন্ন কওমি ও আলিয়া মাদরাসার মুহতামিম ও অধ্যক্ষবৃন্দ।
বিশেষ অতিথির বক্তৃতায় হামিদুর রহমান আজাদ বলেন, ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রাম, ইংরেজ বিরোধী আন্দোলন এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আলেম-ওলামারা সর্বদা অতন্ত প্রহরীর ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে মনোগ্রামে এবং গুরুত্বপূর্ণ স্থানে ইসলাম শব্দ সহ্য করতে পারত না-তারা বিদায় হয়েছে, আমাদেরকে ইসলামের মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে অটুট থাকতে হবে। ইসলামী মূল্যবোধ নিয়ে এ দেশে আর কোনো দিন ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, সব ভেদাভেদ ভুলে দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ প্রচেষ্টার এখনই সময়। খুঁটিনাটি মাসালাগত মতপার্থক্য মুফতি-মুহাদ্দিসদের টেবিলের সীমাবদ্ধ থাকা বাঞ্চনীয়। মিম্বারে, ময়দানে, মাহফিলে জনসমক্ষে কোনো মতপার্থক্য আদৌ কাম্য নয়। দেশ গঠন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পাহারা দেয়া, সর্বোপরি দুর্নীতিমুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে দল-মত নির্বিশেষে আমরা সকলেই কাজ করতে প্রস্তুত।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

সকল