১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

উইকেট নেয়া নাহিদ রহমানকে অভিনন্দন সাকিব আল হাসানের। সাথে বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা : বিসিবি -


আজ পঞ্চম ও শেষ দিনে ১৪৩ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হবে। কাজটা কঠিন। কিন্তু বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়িয়ে, সেখান থেকে পরাজয় কল্পনা করাও বিরাট সম্ভাবনার অপমৃত্যু। গতকাল বাংলাদেশের জয়ের সম্ভাবনা জোরাল করে দিয়েছেন পেসাররা। রাওয়ালপিন্ডিতে তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ গতকাল যে ছন্দে বোলিং করেছেন তা বেঁধে দিয়েছে জয়ের সুর। প্রথম ইনিংসে ২৭৪ রান করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭২ রানে। ফলে পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ার অপেক্ষায় এখন বাংলাদেশ। গতকাল হাসান টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন পাঁচ উইকেট। নাহিদের শিকার চারটি। অপর উইকেটটি নেন তাসকিন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংসে সব ক’টি উইকেট পেলেন পেসাররা। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান পাকিস্তানের মাটিতে পেলেন ফাইফারের স্বাদ।

টাইগার পেসারদের চাপে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা দু’জনেই থিতু ছিলেন ক্রিজে। তাদের সুবাদেই ১৭২ পর্যন্ত যেতে পেরেছে স্বাগতিকরা। আগের ইনিংসের ১২ রান মিলিয়ে ১৮৪। বাংলাদেশের সামনে রয়েছে দ্বিতীয় টেস্ট ও সিরিজ জয়ের সুযোগ। আর তা করতে প্রয়োজন আর মাত্র ১৪৩ রান।
আলোকস্বল্পতায় চা বিরতির পর এক ওভার শেষেই খেলা বন্ধ হয়ে গিয়েছিল। পরে শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টিতে ভেসে গেল দিনের শেষ শেসনটা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। ৩১ রান নিয়ে উইকেটে আছেন জাকির হাসান। ব্যাটার সাদমান ইসলামের সংগ্রহ ৯* রান। জিততে হলে বাংলাদেশের প্রয়োজন আরো ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট। রাঙা একটি দিন হতে যাচ্ছে টাইগারদের সেটি বলাই যায়। তবে একটু দুঃখের সংবাদ হলো বাংলাদেশের স্বপ্নে বাধা হতে পারে বৃষ্টি। আবহাওয়ার পুর্বাভাসে আজ পঞ্চম দিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সাথে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে শান্তর দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব (২০)। তাতে ৫০ রানে পাকিস্তানের ৩ উইকেটের পতন। টানা ৬ ওভার তাসকিনের স্পেল শেষে আক্রমণে এসেই উইকেট পেলেন নাহিদ রানা। শান মাসুদ কাট করতে গিয়ে বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে। ৬২ রানে ৪ উইকেটের পতন। খানিক বাদে সেই নাহিদ রানার বলেই স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে ফিরলেন বাবর আজম। ফোর্থ স্ট্যাম্পে থাকা বলটা ফ্রন্টফুটে ডিফেন্স করতে গিয়ে দেরি করে ফেলেছিলেন। তাতেই নাহিদের ঝুলিতে দ্বিতীয় উইকেট।

৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করেছে টাইগারদের পেস ইউনিট। ষষ্ঠ উইকেটের দেখা পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি। প্রথম ওভারে শান মাসুদ, দ্বিতীয় ওভারে বাবর আজমের পর তৃতীয় ওভারের শেষ বলে সৌদ শাকিলকে ফেরান নাহিদ। চলতি সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান তুলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টেও বাংলাদেশ আর জয়ের মাঝে তিনিই ছিলেন বাধা। গতকালও ৮১ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সেই রিজওয়ান। প্রথম বলেই ফিরতে পারতেন। নাহিদ রানার বলে সহজ ক্যাচ নেয়া হয়নি সাদমান ইসলামের। এরপর থেকেই রিজওয়ান ক্রিজে সময় নিয়ে থিতু হয়েছেন। ভুগিয়েছেন বাংলাদেশের বোলিং লাইনআপকে। লাঞ্চের আগে সালমান আঘাকে সাথে নিয়ে যোগ করেন ৩৬ রান।

৫৫ রানের পার্টনারশিপ পাকিস্তানকে এগিয়ে দিচ্ছিল। এরপরেই আঘাত হানলেন হাসান মাহমুদ। দুই বলে ফেরালেন মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আলীকে। হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান আউট। গুড লেন্থে পড়া বলটি অফ স্টাম্পের বেশ বাইরে। ড্রাইভ করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন ৪৩ রান করা রিজওয়ান। পরের বলে মোহাম্মদ আলীও আউট। স্লিপে তার ক্যাচ নিয়েছেন শান্ত।
নাহিদ রানা গুডলেন্থের বলে ফেরান আবরার আহমেদকে। শেষ উইকেটে সালমান আঘা নতুন করে পরীক্ষা নিলেন বাংলাদেশের বোলারদের। শেষ উইকেটে মির হামযাকে নিয়ে গড়লেন ২৭ রানের জুটি। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট ১৮৫।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ২৭৪ (৮৫.১ ওভার); সাইম ৫৮, শান ৫৭, মিরাজ ৫/৬১, তাসকিন ৩/৫৭
বাংলাদেশ ১ম ইনিংস : ২৬২ (৭৮.৪ ওভার); লিটন ১৩৮, মিরাজ ৭৮, খুররম ৬/৯০, হামজা ২/৫০।
পাকিস্তান ২য় ইনিংস : ১৭২ (৪৬.৪ ওভার); সালমান ৪৭*, রিজওয়ান ৪৩, হাসান ৫/৪৩, নাহিদ ৪/৪৪।
বাংলাদেশ ২য় ইনিংস : ৪২/০ (৭ ওভার); জাকির ৩১*, সাদমান ৯*, হামজা ০/১২, আবরার ০/৫, খুররম ০/২৩।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান।

 


আরো সংবাদ



premium cement
মার্কিন প্রতিনিধি দলের সাথে যেসব আলোচনা হয়েছে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ বৃষ্টি আরো ৩ দিন অব্যাহত থাকবে ডিসি নিয়োগ বাতিল হওয়া এনামুল করিমকে এবার ওএসডি পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে : উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ভারতকে হারানোর মিশনে দেশ ছাড়ছেন লিটন-মুশফিকরা প্রিন্সিপাল মাওলানা মো: নূরুল হুদার ১১তম মৃত্যুবার্ষিকী আজ

সকল