১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বন্যা মোকাবেলায় বাংলাদেশ ও ভারত একসাথে কাজের ওপর জোর প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ : পিআইডি -


উজানের দেশ ভারতে বন্যা পরিস্থিতি হলে সেটির প্রভাব পড়ে ভাটির দেশ বাংলাদেশে। এ ধরনের দুর্যোগপূর্ণ বন্যা পরিস্থিতিতে উভয় দেশ যেন দ্রুততম সময়ে একসাথে কাজ করতে পারে, এমন ব্যবস্থা চাইছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে সাংবাদিকদের জানান যে বৈঠকে ত্রিপুরায় বৃষ্টি হয়েছে, সেটির কথা এসেছে। ত্রিপুরার বাঁধের কথা এসেছে এবং এটি থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ (নিষ্কাশন) হয়েছে। পানির উচ্চতা বেশি থাকায় বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হয়েছে।
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বিজিবি ও বিএসএফ-এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এ ধরনের কোনো সহযোগিতা করা যায় কি না যখন বন্যা পরিস্থিতি হবে তখন বৈঠক করা যায়। আমরা এবং ভারত একই ক্যাচমেন্ট অঞ্চলে আছি এবং আমাদের অববাহিকা একে অপরের মধ্যে পড়ে যায়। এ ছাড়া আমরা একই পানি ব্যবহার করি। সে জন্য তিনি বলেছেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের একটি ব্যবস্থায় কাজ করা যায় কি না।’

পানি বণ্টন : প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে পানিবণ্টনের বিষয়টি তুলেছেন। পানি বণ্টনের বিষয়টি আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা চাইছেন পানিবণ্টন নিয়ে যেসব ইস্যু আছে সেটি যেন যৌথভাবে কাজ করে নিষ্পত্তি করতে পারি।’
ভারত ও পাকিস্তানের মধ্যে ইন্দাস পানি বণ্টন চুক্তির কথা প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন এবং বলেছেন, এটি অনেক বছর ধরে কাজ করছে। যৌথ নদীর বিষয়টি অনেক দেশকে প্রভাবিত করে। প্রধান উপদেষ্টা চাইছেন ভারতের সাথে পানি বণ্টন নিয়ে সুন্দরভাবে কাজ করতে- জানান শফিকুল আলম।
ভারতের উদ্বেগ : ভারতীয় দূতাবাস এবং তাদের স্থাপনার নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূত তার উদ্বেগের কথা জানিয়েছেন। প্রেস সচিব বলেন, ‘ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন যে দূতাবাস এবং বাংলাদেশে ভারতের অন্যান্য স্থাপনা নিয়ে তারা খুব উদ্বিগ্ন। সামাজিক গণমাধ্যমে কিছু পোস্ট দেয়া হচ্ছে যেটি দুঃখজনক। যারা এটি করছেন, এটি খুব দুঃখজনক।’

সংখ্যালঘু নিয়ে আলোচনা : বৈঠকে সংখ্যালঘু নিয়ে কথা উঠেছে; কিন্তু এটি খুব সংক্ষিপ্ত ছিল বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘কিছুদিন আগে ভারতের নরেন্দ্র মোদির সাথে টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা বলেছেন যে সংখ্যালঘু নিয়ে কিছু সংবাদের অনেকগুলো অতিরঞ্জিত।’
এটির জন্য তিনি ভারতের সাংবাদিকদের আহ্বান করেছেন বাংলাদেশ সফরের জন্য এবং তারা যেন নিজের মতো করে ঘুরে দেখেন- কোথায় কী হয়েছে। সামাজিক গণমাধ্যমের ওপর নির্ভর না করে তারা নিজেরা যেন দেখে এটি বলে জানান শফিকুল আলম। মানুষে-মানুষে যোগাযোগ নিয়ে কথা হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন যে গত বছর ১৬ লাখ লোক ভারতে গিয়েছে বলে জানান প্রেস সচিব।

একনেক চেয়ারপারসন ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে একনেক কমিটি গঠন করা হয়েছে। একনেকের বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ দিকে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি করা হয়েছে। কমিটিতে উপদেষ্টাদের মধ্যে ড. আসিফ নজরুল, হাসান আরিফ, আদিলুর রহমান খান, আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান, মো: নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শারমীন এস মুরশীদ, আ ফ ম খালিদ হোসেন এবং সুপ্রদীপ চাকমা সদস্য হিসেবে রয়েছেন।
এ ছাড়া অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা সিলেটে গৃহকর্মী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার উপদেষ্টা রিজওয়ানা শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু তাইম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ বেসরকারি ব্যাংক থেকে জনগণের টাকা ফেরত পেতে উদ্যোগ আমতলীতে ছাত্রলীগ নেতার অস্ত্রের আঘাতে যুবদল নেতা জখম সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর খাদ্যনিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা

সকল