০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
কানাডা হাইকমিশনের মন্তব্য

বাংলাদেশের মানুষ যে সহিংসতার শিকার তাতে আমরা হতবাক

-

গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতবাক কানাডা। গত বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন এমন মন্তব্য করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) কানাডার হাইকমিশন এক বিবৃতিতে লিখেছে, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক। আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি। সেজন্য ভিকটিম ও তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছেন।
বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পারেন। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে আরো বলা হয়, বিচারব্যবস্থাকে অবশ্যই গ্রেফতারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এ দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।

 


আরো সংবাদ



premium cement