১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেজেশকিয়ানের অধীনে মার্কিন ও ইরান সম্পর্কে পরিবর্তনের আশা নেই যুক্তরাষ্ট্রের

-

ইরান ইস্যুতে মার্কিন নীতির কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। গত সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। ম্যাথিউ মিলারকে ইরানের নবনির্বাচিত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রসঙ্গে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট করেছেন মিলার। আনদোলু।
এতে বলা হয়, গত ৫ জুলাই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন দেশটির সংস্কারপন্থী এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে তিনি ৫৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মিলার বলেছেন, ইরানের নির্বাচনে কে জয়ী হয়েছে এতে করে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্কের কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করছি না।

কেননা দিন শেষে ইরানের নীতির ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তকারী দেশটির প্রেসিডেন্ট নন, সেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী। মিলার আরো বলেন, তবে হ্যাঁ যদি নতুন প্রেসিডেন্টের হাতে ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস পায়, সন্ত্রাসে অর্থায়ন বন্ধ হয় এবং ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) অস্থিতিশীল কার্যকলাপ বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়ার ক্ষমতা থাকে, সে ক্ষেত্রে আমরা তাকে স্বাগত জানাব। তবে বলা বাহুল্য, এমনটি ঘটার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন মিলার।
গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে তাৎক্ষণিকভাবে নেতৃত্বের সঙ্কট তৈরি হয়। তবে এই সঙ্কট যেন দীর্ঘ না হয় তাই ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে রাইসির উত্তরসূরি হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে বেছে নেয় দেশটির জনগণ।


আরো সংবাদ



premium cement

সকল