১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্লকেড চলবে, বাধা এলে প্রতিরোধ

কোটাবিরোধীদের ঘোষণা
রাজধানীর শাহবাগে কোটাবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ; পোস্টার হাতে ছাত্রীদের প্রতিবাদ : নয়া দিগন্ত -

সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে শুরু হওয়া ব্লকেড কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার রাত ৮টার দিকে আন্দোলনকারীদের সমন্বয়ক সার্জিস আলম এ ঘোষণা দেন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারীদের চার সমন্বয়ককে আলোচনার জন্য নিয়ে যায় পুলিশ। সেখান থেকে ফিরে এ ঘোষণা দেন তারা। এছাড়াও আন্দোলনে কোনো ধরনের বাধা দেয়ার চেষ্টা হলে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেয়া দেয়া হয়। সমন্বয়ক সার্জিস আলম বলেন, কোটা সংবিধানে বাধ্যতামূলক নয়। এটি দিতে বাধ্য করা সংবিধানবিরোধী। প্রধানমন্ত্রী বলেছেন এই আন্দোলন যৌক্তিক নয়। বঙ্গবন্ধুর পাশে কিন্তু মোস্তাক ছিল। আমাদের সন্দেহ প্রধানমন্ত্রীর পাশে কিছু মোস্তাক আছে।
আমাদের প্রাণের দাবিগুলো তার কাছে পৌঁছে দিচ্ছেন না। আমরা আজ শাহবাগ থেকে বলতে চাই, পুরো বাংলাদেশের ছাত্রসমাজ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি সংবিধান অনুসারে কোটা বিলুপ্ত করুন। পিছিয়ে পড়াদের জন্য কিছু কোটা থাকতে পারবে। যেদিন আমাদের দাবি আদায় হবে সেদিন আমরা পড়ার টেবিলে ফিরে যাব।
আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীকাল থেকে আমাদের এক দাবি। আমাদের দাবিটি হচ্ছে সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক সংবিধানে উল্লেখিত অনগ্রসর পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে।

আগামী দিনের কর্মসূচির বিষয়ে নাহিদ বলেন, আমাদের বলা হচ্ছে এটা আদালতের বিষয়। ৫০ বছর অপেক্ষা করেছি। আমাদের দাবি যদি যৌক্তিক মনে না হয় তাহলে আপনারা কোটা ১০০% করে দিন।
এদিকে এতদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বৈষম্য নিরসনের দাবি জানালেও এবার সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করতে হবে।
আন্দোলনের সমন্ব^য়ক নাহিদ ইসলাম বলেন, এবার ১ম ও ২য় শ্রেণীতে নয়, ৩য় ও ৪র্থ শ্রেণীতেও কোটার যৌক্তিক সংস্কার চাই আমরা। আমাদের বারবার আদালত দেখানো হচ্ছে। আমরা তাদের সংবিধান দেখাচ্ছি। তিনি বলেন, কোটার বিষয়ে রাজপথ থেকেই ফায়সালা হবে। আলাপের দিন শেষ হয়ে গেছে। আমরা আলোচনা করেছিলাম ২০১৮ সালে। বিনিময়ে আমরা পেয়েছি প্রহসন।
সমন্ব^য়ক সার্জিস আলম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের ভয় হয়। ১৯৭৫ সালের আগে বঙ্গবন্ধুর সাথেও বন্ধুরূপে মোশতাক ছিল। প্রধানমন্ত্রীর পাশেও কিছু মোশতাক রয়েছে, যারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন তার কানে পৌঁছে দিচ্ছে না। তিনি বলেন, ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছে। সংবিধান অনুসারে যৌক্তিক সংস্কার করুন। নাতি-পুতি কোটা আমরা মানি না। একটি চাকরিতে ৫৬ শতাংশ কোটা হতে পারে না। সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোটা নিরসন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা মেধাভিত্তিক প্রশাসন গড়তে চাই। এটা একই সাথে কৃষক-শ্রমিকের আন্দোলন।
ঢাবি প্রতিনিধি জানান, গতকাল বেলা ৩টা থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত, চাঁনখারপুল, বাংলা মোটর, আগারগাঁও, পরীবাগ, হাতিরপুল মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকড কর্মসূচি পালিত হয়। ৬ ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের কর্মসূচিটি চলে। রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, আমাদের আন্দোলন চার দফা দাবি নিয়ে শুরু হয়েছিল। আগামীকাল থেকে আমরা এক দফা দাবি নিয়ে আমরা কর্মসূচি পালন করব। এক দফা দাবিটি হলো, সরকারি চাকরিতে সব ধরনের অযোক্তিক কোটা (প্রতিবন্ধী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটা ছাড়া) বাতিল করতে হবে। দাবি মানা না হলে বাংলা ব্লকডের সারা দেশ অচল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে শিক্ষার্থী সমাজ।
কোটা আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী আমাদের আন্দোলনের যৌক্তিকতা নাকি দেখছেন না। আমরা বলতে চাই, জাতীয় সংসদে ৩৫০টি আসনের মধ্যে সংক্ষরিত আসন ১৪ শতাংশ মাত্র। সংসদে যদি আসন বৈষম্য না হয় তাহলে সরকারিতে চাকরিতে কোটা বৈষম্য থাকবে কেন। সাংবিধানিকভাবে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ সর্বমোট ৫৬ শতাংশ কোটা অযৌক্তিক। আপনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। মেধাবীদের উপেক্ষা করে সেটার বাস্তবায়ন সম্ভব হবে না।
আগামী কর্মসূচির ঘোষণা দিয়ে কোটা আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কোটা আন্দোলনের যৌক্তিকতা ছিল সেটা আমরা ২০১৮ সালে প্রমাণ করে দিয়েছি। এ জন্যই কোটা বাতিলে পরিপত্র জারি করা হয়েছিল। কিন্তু ছয় বছর পর আবারো কেন কোটা পুনর্বহাল হলো। আমরা শিক্ষার্থী সমাজ শুধু কোটা বাতিল নয়, সংবিধান রক্ষার দাবিতে আন্দোলন করছি। আমরা আমাদের দাবি আদায় না করে রাজপথ ছাড়ব না।
কোটা সংস্কার আন্দোলনের আমরা যে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা দিয়েছি, সেটা আরো জোরদার করা হবে। আজ সোমবার থেকে দেশের জেলা-উপজেলার শিক্ষার্থীদের বাংলা ব্লকড আন্দোলনের অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

চট্টগ্রামে বাংলা ব্লকেডে সড়কে স্থবিরতা
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহাল রাখার দাবিসহ চার দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলের গতিপথ পরিবর্তন করে লালখান বাজারে এসে জড়ো হয়। ফলে চট্টগ্রামের প্রধান এই সড়কে যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে।
সরেজমিন দেখা যায়, বিকেলে আন্দোলনরত শিক্ষার্র্থীরা মিছিল নিয়ে বহদ্দারহাট রওনা দিলে কিছুদূর না যেতেই পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশ সদস্যদের সাথে আন্দোলনকারীদের তর্কাতর্কি হয় এবং পুলিশ তাদের সেদিকে যেতে বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা পুলিশের সাথে বিরোধে না জড়িয়ে মিছিল নিয়ে ২ নম্বর গেট এলাকায় এসে কোটাবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ২ নম্বর গেট থেকে মিছিল নিয়ে জিইসি হয়ে লালখানবাজার মোড়ে অবস্থান নিয়েছেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ’র ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ দিকে বাংলা ব্লকেড কর্মসূচির ফলে নগরীল বহদ্দারহাট-জিইসি হয়ে টাইগারপাসগামী এবং টাইগারপাস থেকে বহদ্দারহাটগামী গাড়িগুলো ইঞ্জিন বন্ধ করে সড়কে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে সেখানে ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
আন্দোলনে যোগ দেয়া শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। কোটার নামে যে বৈষম্য চলছে, তা চলতে দেয়া যায় না বলেও শিক্ষার্থীরা মন্তব্য করেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
বরিশাল ব্যুরো জানায়, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বিএম কলেজ শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন ববি শিক্ষার্থীরা। এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনের ঢাকা-বরিশাল মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করেন ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা জাতীয় পতাকা ও বিভিন্ন প্লাকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নেন। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এরপর মহাসড়কে ক্রিকেট ও ফুটবল ম্যাচে অংশ নেন। এ কারণে ঢাকা-বরিশালে মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে শতশত যানবাহন আটকে তীব্রযানজট দেখা দেয়। এর আগে ববি শিক্ষার্থীরা বেলা ১১টায় ববির গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ সভা শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। তারা ববির চার আবাসিক হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান। অন্য দিকে বিএম কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন।

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) সামনে গতকাল কোটা বিরোধী শিক্ষার্থীরা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জাবি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম জানান, সরকারি চাকরির নিয়োগে কোটা বরাদ্দ রয়েছে ৫৬ শতাংশ। মেধার তুলনায় বেশির ভাগ আসন কোটার বরাদ্দ থাকলেও পদ শূন্য থেকে যাচ্ছে। যেখানে মেধাবীরা সুযোগ পাচ্ছে না। এতে দেশের প্রকৃত মেধাবীরা চাকরির বাইরে থেকে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশের অবস্থানের অনেক পরিবর্তনও ঘটেছে, বদলেছে চাকরির বাজার, মানুষের আর্থ সামাজিক অবস্থা। ফলে কোটা সংস্কার এখন সময়ের দাবি। যদি মেধার গুরুত্ব না দেয়া হয় তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিষ্ক্রিয় অবস্থায় পড়বে।

বগুড়ায় মিছিল সমাবেশ
বগুড়া অফিস জানায়, বগুড়ায় কোটা বাতিলের দাবি গড়ে ওঠা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রোববার বেলা ৩টার পর বগুড়া শহরের সাতমাথা থেকে মিছিল শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিলটি সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীরা জানান, জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দিয়েছেন। একই দাবিতে আজ সোমবার বেলা ১১টায় সমাবেশসহ আরো নতুন ও কঠোর কর্মসূচি দেয়ার কথা জানিয়েছেন তারা।

কুমিল্লায় মহাসড়কে ক্রিকেট-ফুটবল
কুবি সংবাদদাতা জানান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে আবার ঢাকা চট্টগ্রাম-মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় নানা স্লোগানের পাশাপাশি বিভিন্ন দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীদের ফুটবল-ক্রিকেট খেলতে দেখা যায়।
গতকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ২০কিমি. যানজটের সৃষ্টি হয়।
সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার এমরানুল হক মারুফ বলেন, আমরা সব ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আমরা উপরের মহলের সাথে কথা বলতেছি, সেখান থেকে যে ধরনের নির্দেশ আসবে আমরা সেভাবে কাজ করব।

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
বশেমুরবিপ্রবি সংবাদদাতা জানান, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিকেল ৪টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ৫টার দিকে চর পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধ ছিল ঢাকার সাথে সংযুক্ত দেশের অন্যতম ব্যস্ততম সড়কটি। এ সময় ঢাকা ও খুলনা অঞ্চল থেকে ছেড়ে আসা শত শত বাস, ট্রাকসহ অন্যান্য পরিবহন আটকা পড়ে। তবে অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী বহনকারী গাড়ি ও জরুরি অন্যান্য গাড়ি ছেড়ে দেন শিক্ষার্থীরা।
রাস্তা অবরোধ করে এ সময় ফুটবল ও ক্রিকেট খেলতে থাকেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সকল