০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

টাইব্রেকারে সুইসদের হারিয়ে সেমিতে ইংল্যান্ড

-

ইউরোর শেষ ষোলোর ম্যাচে প্রথমে গোল হজম করা। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের শেষ মিনিটে সমতায় ফেরা। স্লোভাকিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে জয়ে কোয়ার্টারে উঠেছিল ইংল্যান্ড। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষেও প্রথম গোল হজম। এবার অবশ্য বেশি সময় নেয়নি সমতায় ফিরতে। অনেক বছর ধরেই শিরোপার খুঁজে থাকা ইংল্যান্ড গতকাল ৫ মিনিট পরই সাকার গোলে ঘুরে দাঁড়ায়। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের কোনো অর্ধেই গোল পায়নি দল দু’টি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে পালমাল গোল করলেও সুইস ফুটবলার আকাঞ্জির শট ঠেকিয়ে দেন পিকফোর্ড। সেটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ শটে আলেকজান্ডার আর্নল্ড গোল করলে ৫-৩ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড।
ডুসেলডর্ফ এরিনায় প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে দুই দলের বেশির ভাগ আক্রমণই ডি-বক্সের বাইরে থেকেই প্রতিহত করেন ডিফেন্ডাররা। ইংলিশদের ম্যাচে প্রথম আক্রমণ ২২ মিনিটে। কর্নার থেকে ট্রিপিয়ারের ক্রসে ডি-বক্সের ভেতর ফাঁকা জায়গায় সুযোগ পেয়েও হেডে বল বাইরে মারেন হ্যারি কেন। সুইসদের বিপক্ষে বেশ শক্ত লড়াই করতে হয়েছে বেলিংহ্যাম-সাকাদের। ইংল্যান্ড ৫৪ শতাংশ বল দখলে রাখলেও প্রথমার্ধ শেষে জালের দেখা পেল না কোনো দলই।
দ্বিতীয়ার্ধেও অনেকটা অগোছালো ফুটবলের মাঝেই ৭৫ মিনিটে অনেকটা ধারার বিপরীতে ডেডলক ভাঙেন সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো। ১-০তে এগিয়ে যাওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করেনি ইংল্যান্ডও। ৮০ মিনিটে ডেকলাইন রাইসের কাছ থেকে বল পেয়ে দুরের পোস্ট দিয়ে বল জালে প্রবেশ করান বুকায়ো সাকা। এরপর আর কোনো দলই গোল না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।


আরো সংবাদ



premium cement
‘ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে’ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করা হবে : অধ্যাপক মুজিবুর রহমান নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ইরানের যেসব স্থাপনায় হামলা করতে ইসরাইলকে নিষেধ করলেন বাইডেন প্রধান উপদেষ্টার সাথে সংলাপে যেসব বিষয় তুলে ধরেছে বিএনপি হালুয়াঘাটে আকস্মিক বন্যায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে ড. ইউনূসের শোক ধোবাউড়া উপজেলায় আকস্মিক বন্যা তাঁত শিল্পের বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার : বস্ত্র ও পাট উপদেষ্টা নাশকতার মামলায় ছাতকে আ’লীগ নেতা গ্রেফতার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরী হাশেম সাফিউদ্দিন নিহত!

সকল