১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ

-

মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের টাকা আগামী ১৮ জুলাই এর মধ্যে ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপে এমন নির্দেশনা দেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বুধবার আমরা বায়রার সাথে বসেছিলাম। তারা আমাদের সাথে একমত হয়েছেন, যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেয়া হবে। টাকা ফেরত দেয়ার জন্য তারা (বায়রা) ১৫ দিন সময় চেয়েছেন। আমরা বলেছি, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ১৫ দিন দেখি। এই সময়ের মধ্যে কতজনের টাকা উদ্ধার হয়। উদ্ধার না হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা যেতে পারেননি তারা যেন টাকাটা ফেরত পায়। কতজন যেতে পারেনি সেটা বড় কথা নয়, এখন টাকা ফেরত পাওয়াটা বড় বিষয়। বায়রা ও রিক্রুটিং এজেন্সির মালিকরা বুঝতে পারছে এবার তারা ছাড় পাবে না। টাকা পেতে কর্মীদের রিক্রুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে বলেও জানান তিনি।
তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কমবেশি সবাই দায়ী। ১০০ রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় দুই হাজার ২৫ জন অভিযোগ করেছেন। ১৭ হাজার ৭৭৭ কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। পাঁচ লাখ ৩২ হাজার ১৬২ কোটার মধ্যে চার লাখ ৭৬ হাজার চলে গেছে। এর মধ্যে চার লাখ ৯৩ জন বিএমইটির ছাড়পত্র পেয়েছে।
চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সাথে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তথ্য জানিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সাথে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি, বাজার খুলবে। আবার বাজার খুললে যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭ সাকিবের বোলিং অ্যাকশন বৈধ অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের

সকল